রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানবন্দরে যাত্রীর ক্ষতিগ্রস্ত লাগেজের ছবি ভাইরাল

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ০৭:২২ এএম

শেয়ার করুন:

বিমানবন্দরে যাত্রীর ক্ষতিগ্রস্ত লাগেজের ছবি ভাইরাল

বিমানবন্দরে কনভেয়র বেল্টে আসা যাত্রীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত একটি লাগেজের ছবি অনলাইন মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি বিশ্বজুড়ে ভ্রমণকারীদের তাদের লাগেজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত করেছে।

ওই যাত্রীরই এক আত্মীয় ক্ষতিগ্রস্ত লাগেজে ছবিটি রেডিটে পোস্ট করেছেন। আর তাতেই ভাইরাল হয় ওই ছবি। ছবি দেখে নেটিজেনরা আতঙ্কিত।


বিজ্ঞাপন


দূর থেকে দূরান্তরে যাতায়াতের সবথেকে জরুরি মাধ্যম হল বিমান। কিন্তু সেই বিমানেই আপনি যখন অসাবধানতার কিছু লক্ষ্য করেন, ভয় লাগে বৈকি! ঠিক যেমনটা ঘটে গেল এই যাত্রীর সঙ্গে।

bag

আমরা যেখানেই যাই না কেন, ছোট হোক বা বড়, লাগেজ আমাদের সঙ্গে থাকে। কিন্তু সেই লাগেজের নিরাপত্তাই যদি একটা ফ্লাইট কর্তৃপক্ষ নিশ্চিত করতে না পারে, তাহলে কোথায় যাবেন যাত্রীরা। যাত্রীর লাগের নানা ধরনের জিনিসপত্র থাকে। 

সদ্য ভাইরাল হওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে লাগেজটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। পোস্টটিতে ৯৭ হাজারের বেশি উত্তর এবং ৪৬০০টিরও বেশি মন্তব্য করেছেন রেডিট ব্যবহারকারীরা।


বিজ্ঞাপন


যিনি এই ছবিটি শেয়ার করেছেন, তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বিমানে ভ্রমণের পর আমার মামার লাগেজের এই পরিস্থিতি।

তবে কোন দেশের বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর