সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩ মাসে ৫২ বার প্রাইভেট জেটে ভ্রমণ, কাঠগড়ায় মেসি!

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

৩ মাসে ৫২ বার প্রাইভেট জেটে ভ্রমণ, কাঠগড়ায় মেসি!

তারকাদের বেশিরভাগেরই প্রাইভেট জেট রয়েছে। এসব ব্যক্তিগত বিমানেই তারা ভ্রমণ করে স্বাচ্ছন্দ্য অনুভব করেন। এদের দলে আছেন ফুটবল তারকা লিউনেল মেসিও। কিন্তু অল্প সময়ের ব্যবধানে অসংখ্যবার প্রাইভেট জেটে ভ্রমণ করার দায়ে তার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। 
 
সারা বিশ্বের কাছে মেসি আইডল। ফুটবল কথা বলে তার পায়ে। কিন্তু পরিবেশ রক্ষার প্রশ্নে সেই লিওনেল মেসিকেই দশ গোল হজম করতে হচ্ছে।

ফ্রান্সের বিখ্যাত লেকিপ পত্রিকার একটি রিপোর্ট মেসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে দূষণ ছড়ানোর জন্য। কীভাবে দূষণ ছড়িয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার? 


বিজ্ঞাপন


messiআসল অপরাধী তার প্রাইভেট জেট। মাত্র তিন মাসে মেসির ব্যক্তিগত জেট বিমান ৫২বার ভ্রমণ করেছে। এই ৫২টি ভ্রমণের মধ্যে ৪৪টি ছিল বেশি দূরত্বের। ৩০টি দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকার মধ্যে। আর ১৪টি ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মধ্যে আতলান্তিক পেরিয়ে।

এই ৫২বার ভ্রমণে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মেসির বিমান তৈরি করেছিল, জানলে চমকে উঠতে হবে। ১৫০২ টন। আর সেটা মাত্র তিন মাসে। 

লেকিপ পত্রিকার দাবি, এই বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে একজন ফরাসি নাগরিকের দেড়শো বছর লেগে যাবে। তা দেখেই পরিবেশবিদদের চোখ কপালে। 

পরিবেশবিদরা সব সময়েই প্রাইভেট জেটে ভ্রমণের বিরুদ্ধে। সাধারণ বিমানে ভ্রমণ করার দাবি করেন তারা।


বিজ্ঞাপন


মেসির ভ্রমণের বেশ কিছু ছিল বুয়েনস আইরেস ও মায়ামির মধ্যে। আবার প্যারিসে থাকাকালীন একাধিক বার গিয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু পরিবেশের কথা ভেবে এ বার কি রাশ টানবেন পরিবেশ রক্ষায়?

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর