মধ্যপ্রাচ্যের ধনী দেশ দুবাইয়ের আকাশে শিগগিরই উড়বে গাড়ি। দেশটিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। সোমবার এই উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করা হয়। পরীক্ষাটি করে চীনের জেপেং এক্স টু নামের একটি প্রতিষ্ঠান।
কী এই উড়ন্ত ট্যাক্সি?
বিজ্ঞাপন
আসলে এই ট্যাক্সি উড়ন্ত গাড়ি। বলা যায় বাণিজ্যিক ছোট বিমান বা হেলিকপ্টার। ছোট ছোট উড়ান এই ট্যাক্সিতেই সেরে ফেলে সম্ভব। একসঙ্গে বসতে পারবেন সর্বোচ্চ ২ জন।
এই ধরনের উড়ন্ত গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
সোমবারের পরীক্ষামূলক উড়ানে কোনও পাইলট ছিলেন না। শূন্য ককপিটে ওই উড়ন্ত ট্যাক্সিকে বাইরে থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে। মোট ৯০ মিনিট আকাশে উড়েছিল ট্যাক্সিটি। ভূপৃষ্ঠ থেকে ১ হাজার মিটার উচ্চতায় উড়তে পারে এই ট্যাক্সি।
তবে এই ধরনের ট্যাক্সির পরিষেবা যথেষ্ট চ্যালেঞ্জেরও। কেননা এই ধরনের গাড়ি সহজেই হ্যাকারদের কবলে পড়তে পারে। পাশাপাশি খরচও আকাশছোঁয়া। কাজেই পরিষেবা শুরু হলেও সাধারণের একেবারে নাগালের বাইরেই থাকবে উড়ন্ত ট্যাক্সি।
বিজ্ঞাপন
এজেড

