বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

লকহিড মার্টিন এফ-২২ র‍্যাপ্টর: যুদ্ধবাজ এক বিমান 

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

লকহিড মার্টিন এফ-২২ র‍্যাপ্টর: যুদ্ধবাজ এক বিমান 

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের একটি যুক্তরাষ্ট্রের এফ-২২ র‍্যাপ্টর। এক বলা হয় হাইস্পিড এয়ারক্রাফট। ২০০৫ সালে সার্ভিসে আসা এই যুদ্ধবিমানের রাডার ফাঁকি দেয়ার সক্ষমতার (স্টেলথ) পাশাপাশি দুর্দান্ত গতি, ম্যানুভারিটি ও সর্বাধুনিক টেকনোলজির কারণে একে বর্তমান যুগের আকাশযুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ ফাইটার জেট আখ্যায়িত করা হয়। 

planeযুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ কোনো মিত্রদেশের কাছেই এই বিমান বিক্রি করেনি। ৭৫০টি বিমান নির্মাণের উদ্যোগ নেয়া হলেও অতিরিক্ত খরচের কারণে যুক্তরাষ্ট্রের মতো দেশও শেষপর্যন্ত ১৮৭টি র‍্যাপ্টর নির্মাণ করে।


বিজ্ঞাপন


প্রতিটি যুদ্ধবিমানের পেছনে ৩৩৪ মিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। দুটো শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে এটি সর্বোচ্চ ম্যাক ২.২৫ গতিতে উড়তে সক্ষম। এর একটি বিশেষ সুবিধা হচ্ছে- আধুনিক ফাইটার জেটের অতিরিক্ত গতি তুলতে বহুল ব্যবহৃত ইঞ্জিন আফটারবার্নার টেকনোলজি ব্যবহার না করেই ম্যাক ১.৮২ গতিতে চলতে সক্ষম। 

planeএকে 'সুপারক্রুজ স্পিড' বলা হয়, যা এখনকার যুগের যুদ্ধবিমানের মধ্যে সর্বোচ্চ। যার ফলে বিমানটি অল্প জ্বালানিতে অধিক দূরত্বে গিয়ে অপারেশন চালাতে সক্ষম। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর