বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

উড়োজাহাজের ডানা কেন বাঁকানো?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

উড়োজাহাজের ডানা কেন বাঁকানো?

আপনি যদি উড়োজাহাজ বা বিমান ভ্রমণ করে থাকেন তবে খেয়াল করেছেন হয়তো, বিমানের ডানা কিছুটা বাঁকানো থাকে। বিশেষ করে ডানার শেষ ভাগটা কিছুটা বাঁকানো ডিজাইনের হয়। একে বলে ডানায় উইংলেট। যেখানে উড়োজাহাজগুলো তাদের লোগো ব্র্যান্ডিং করে। 

স্রেফ এমনি এমনি বিমানের ডানার অগ্রভাগ বাঁকানো হয়নি। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। এটি আসলে জ্বালানি সাশ্রয়ের এক বড় উপায়। 


বিজ্ঞাপন


aircraftডানায় উইংলেট থাকলে একটি বিমানে ৫ শতাংশ পর্যন্ত কম জ্বালানি লাগতে পারে। 

নাসার তথ্য অনুসারে, সাধারণ একটি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী উড়োজাহাজের জন্য তা বছরে এক লাখ গ্যালন জ্বালানি সাশ্রয় করতে পারে। বিমান সংস্থাগুলোর সম্মিলিত সাশ্রয় দাঁড়াবে বছরে বিলিয়ন ডলারে।

উইংলেট উড়োজাহাজের ডানার ডগায় তৈরি হওয়া প্রাকৃতিক ঘূর্ণিগুলো হ্রাস করে। এটি এতই শক্তিশালী হতে পারে যে খুব বড় বিমান চলে যাওয়ার পর তার বরাবর পেছনে পথে থাকা ছোট বিমানগুলো উল্টে পর্যন্ত যেতে পারে। 

air craftপ্রভাবটি এতটাই সুস্পষ্ট যে বিমান আবিষ্কারের অগ্রপথিক হিসেবে পরিচিত রাইট ভাইদের প্রথম ফ্লাইট শেষ হওয়ার আগেই গবেষকরা এটি নিয়ে ভেবেছিলেন। উড়োজাহাজের ডানার নকশায় উইংলেটের ব্যাপক ব্যবহার অবশ্য অনেক সাম্প্রতিক ঘটনা। বিজ্ঞানী ও প্রকৌশলীদের শতাধিক বছরের বেশি সময়ের টানা গবেষণার পর এটি আজ এ জায়গায়।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর