বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

বিমানের জানালা ডিম্বাকৃতির হয় কেন?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

বিমানের জানালা ডিম্বাকৃতির হয় কেন?

যারা বিমানে ভ্রমণে করেছেন তারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিমানের জানালা ডিম্বাকৃতির হয়। কখনো কখনো গোলাকৃতির হয়। শুধুমাত্র ডিজাইন বা সৌন্দর্যের জন্য বিমানের জানালার শেপ এমন রাখা হয় না। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। 

planeবিমানের আকার নিয়ে বহুকাল থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলে এসেছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের জানালার আকারও। আগে বিমানের জানালা ছিল চার কোণা।


বিজ্ঞাপন


১৯৫৩ সালে দুইটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ৫৬ জন যাত্রী। এর অনুসন্ধানে ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল কারণ বিমানের জানালা।

planeআসলে চার কোণা জানালায় চারটি কোণ থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয়। জানালার উপরে সমান ভাবে বায়ু চাপ দেয় না। কোণগুলোতেই চাপ বেশি থাকে। ফলে জানালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ঘটতে পারে বিমান দুর্ঘটনা।

ovalজানালা গোলাকার হলে জানালার উপরে বায়ুর চাপ সমান ভাবে ছড়িয়ে পড়ে। তাতে জানালা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে না। তাই বিমানের জানালা সব সময় ডিম্বাকৃতির হয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর