রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিমালয়-প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিমান ওড়ে না কেন?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

হিমালয়-প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিমান ওড়ে না কেন?

হিমালয় এবং প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে না। এই তথ্য অনেকেই জানেন। তাদের মাথায় হয়তো প্রশ্ন জাগে কেন হিমালয় ও প্রশান্ত মহাসাগর ডিঙ্গায় না বিমান।  আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান কখনই সোজা পথ অতিক্রম করে ওই দুই অঞ্চলের ওপর দিয়ে যায় না। বেশি দূরত্ব অতিক্রম করতে হলেও বিমান সর্বদা বিকল্প পথ বেছে নেয়। 

চলুন জেনে নেয়া যাক, কী কারণে পাইলটরা এড়িয়ে যায় ওই দুই অঞ্চল।


বিজ্ঞাপন


আবহাওয়া

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই মাথায় আসে আবহাওয়া সংক্রান্ত কিছু কারণ। প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান সংস্থা বা পাইলটরা এড়িয়ে যান হিমালয় ও প্রশান্ত মহাসাগরের রুট।

আবহাওয়া সংক্রান্ত সমস্ত ঘটনা ট্রপোস্ফিয়ারে ঘটে। এর উচ্চতা লিথোস্ফিয়ার থেকে ২০ কিলোমিটার পর্যন্ত হয়। এই অঞ্চলে বিমান ওড়ার মতো আদর্শ আবহাওয়া নেই। কারণ আবহাওয়া সম্পর্কিত ঘটনাগুলো বিমানের ফ্লাইটগুলোর উপর বিরূপ প্রভাব ফেলে। 

ফলে অপ্রীতির ঘটনার সম্ভাবনা থাকে। সেই অপ্রীতিকর সম্ভাবনা এড়াতেই বাণিজ্যিক বিমান সংস্থাগুলো হিমালয় বা প্রশান্ত মহাসাগরের রুট এড়িয়ে বিকল্প রুট ধরে।


বিজ্ঞাপন


ocen উচ্চতা

হিমালয়ের উচ্চতা ফ্যাক্টর বিমান চলাচলে বাধার কারণ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তার উচ্চতা ৮৮৪৮ মিটার। অর্থাৎ হিমালয় ২০ হাজার ফুটের থেকেও বেশি উঁচু। যা বিমান ওড়ার জন্য একেবারেই আদর্শ নয়। বিমানগুলো ৩০ হাজার ফুটের উপরে উঠে গেলে বৈজ্ঞানিক ভাষায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পড়ে যাবে।

ওই স্ট্র্যাটোস্ফিয়ার বৃত্তে কোনও আবহাওয়ার প্রভাব পড়ে না।

অক্সিজেনের ঘাটতি 

হিমালয় বা প্রশান্ত মহাসাগর অঞ্চলে পাইলট যদি হিমালয় বা প্রশান্ত মহাসাগরের পথ বেছে নেন, তবে তাদের আবহাওয়া সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেখানে সবথেকে বেশি সমস্যা অক্সিজেনের ঘাটতি। এর পাশাপাশি হমালয় পর্বতশৃঙ্গে বাতাসের গতিও অস্বাভাবিক। যার কারণে এয়ারলাইন্সের গতিতে বিরূপ প্রভাব পড়তে পারে। একইসঙ্গে যাত্রীরাও অস্বস্তিতে পড়তে পারেন।

নেভিগেশন

হিমালয়ের পার্বত্য অঞ্চলে জনসংখ্যা অপ্রতুল। কম জনসংখ্যার কারণে নেভিগেশন রাডার পরিষেবাও নগণ্য এখানে। যার ফলে পাইলটের মাটির সঙ্গে যোগাযোগ করা মুশকিল এখানে। জরুরি পরিস্থিতিতে পাইলট কোনও সাহায্য পাবে না এখানে। 

হিমালয়ের যেমন সমস্যা প্রশান্ত মহাসাগর অঞ্চলেও সেই একই সমস্যার মধ্যে পড়তে হয়। আবহাওয়ার নানা জটিলতা, রাডার সমস্যা। তার ফলে মাউন্ট এভারেস্ট বা হিমালয়র পার্বত্য অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে না গিয়ে অন্য বিকল্প পথ বেছে নেয় বিমান। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর