হযরত শাহজালাল বিমানবন্দরে ঘনকুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা ব্যাহত হচ্ছে। ফলে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিদেশ থেকে আসা আটটি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট হয়েছে। যেগুলোর ঢাকায় এসে নামার কথা ছিল। কিন্তু ফ্লাইট আটটি ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ।
বিজ্ঞাপন
তিনি জানান, ৩টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে মোট আটটি ফ্লাইট অবতরণ করেছে। তবে তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি ফ্লাইটগুলো কোন দেশ থেকে এসেছিল।
এদিকে বেবিচকের পক্ষ থেকে সকাল ১১টায় জানানো হয়েছে, ঘন কুয়াশাজনিত কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।
এমআইকে/এএস

