বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে বিমানের ফ্লাইট বৃদ্ধি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

ঈদুল আজহা উপলক্ষে বিমানের ফ্লাইট বৃদ্ধি

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সুবিধার্থে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সরকারি এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। 

তিনি জানান, আসন্ন ঈদ-উল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। 


বিজ্ঞাপন


আগামীকাল ৫ জুলাই থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে।

সৈয়দপুর রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে অতিরিক্ত ০৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে অতিরিক্ত ০৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে অতিরিক্ত ০৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালিত হবে। সাধারণ সময়ে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে বিমান।   

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন।  

এমআইকে/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর