ঢাকায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ভিআইপি লাউঞ্জ’ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। এর ফলে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা যেকোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী বিমানবন্দরের এই বিশেষ সুবিধা নিতে পারবেন।
গত রোববারের (৭ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ কল্যাণ বোর্ডের (বিকেকেবি) ব্যবস্থাপনায় এটি বাস্তবায়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
বিকেকেবির মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমানবন্দরে টার্মিনাল-১ এর ভিতরে ১ নম্বর গেইটের ২য় তলায় প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের বিদেশ গমন ও আগমনের ক্ষেত্রে নির্বিঘ্ন, বিড়ম্বনাহীন, স্বাচ্ছন্দময় ও সহজতর করার প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি কল্যাণ ডেস্ক স্থাপিত হয়েছে।’

যেভাবে এই সেবা পাওয়া যাবে:
- বিশেষ এই সুবিধার সেবা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বিকেকেবির ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফর্মে আবেদনপত্র পূরণ করবেন।
- পূরণকৃত আবেদন স্ক্যান করে সংযুক্তিসহ ইমেইল করতে হবে এই ঠিকানায়— [email protected]
- আবেদনের সঙ্গে পাসপোর্ট, বিমানের টিকিট ও ভিসার ফটোকপি এবং কর্মরতদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র (জিও), অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে অবসর/পিআরএল আদেশের কপি সংযুক্ত করতে হবে।
- সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা (সার্বক্ষণিক) এই সেবা পাওয়া যাবে এবং এজন্য কোনো ফি দিতে হবে না।
ক.ম/

