শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

দায়িত্ব বাড়ল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

গত ২৬ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।


বিজ্ঞাপন


বুধবার (২৭ আগস্ট) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বিএম রওশন কবীর জানান, ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর আওতায় প্রণীত ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’-এর অনুচ্ছেদ ৫১ অনুসারে সরকার এই নিয়োগ প্রদান করে। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। 

 ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর