রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সহযোগিতা বৃদ্ধিতে সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

সহযোগিতা বৃদ্ধিতে সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের চুক্তি
বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়। ছবি: আইএসপিআর

বাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। 

এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন। 


বিজ্ঞাপন


WhatsApp_Image_2025-08-07_at_16.04.34_f6ce5ff7

এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে। এছাড়া, চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা  আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার এলায়েন্স-এর সুবিধাগুলো সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন। এর ফলে, বিদেশে কর্তব্য পালনের সময় অভিযানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে গমনাগমনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে। -আইএসপিআর 

ক.ম/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর