শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

এয়ারবাস নাকি বোয়িং— কোনটি সেরা?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

airbus vs boeing

বাণিজ্যিক বিমানযাত্রায় সবচেয়ে আলোচিত দুই নাম হলো এয়ারবাস ও বোয়িং। ইউরোপভিত্তিক এয়ারবাস ও যুক্তরাষ্ট্রের বোয়িং— এই দুই বিমান নির্মাতা দীর্ঘদিন ধরে আধুনিক যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির ক্ষেত্রে প্রতিযোগিতা করে আসছে। দুইটিই গ্লোবাল এয়ারলাইন্সগুলোর আস্থা অর্জন করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে এদের মধ্যে কোনটি সেরা?

প্রথমেই আসা যাক উৎপত্তি ও পরিচয়ে। বোয়িং প্রতিষ্ঠিত হয় ১৯১৬ সালে যুক্তরাষ্ট্রে, যেখানে এয়ারবাসের জন্ম ১৯৭০ সালে ফ্রান্সে। অভিজ্ঞতার দিক থেকে বোয়িং এগিয়ে থাকলেও প্রযুক্তি, ইনোভেশন এবং নকশায় এয়ারবাস অনেক ক্ষেত্রেই আধুনিকতা এনেছে।


বিজ্ঞাপন


airbus_vs_boeing

জনপ্রিয় মডেলের দিক থেকে এয়ারবাসের A320 ও A350 সিরিজ এবং বোয়িংয়ের 737 ও 787 Dreamliner বেশ ব্যবহৃত হয়। সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এখনো এয়ারবাসের A380, যেখানে ৮৫০ জনেরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। অন্যদিকে বোয়িংয়ের 747 এবং নতুন 777X সিরিজও লং হলো ফ্লাইটের জন্য বিখ্যাত।

পাইলটদের দৃষ্টিকোণ থেকে, এয়ারবাসের ককপিট ডিজাইন তুলনামূলকভাবে বেশি স্বয়ংক্রিয় এবং সাইডস্টিক কন্ট্রোল ব্যবহার করে, যা আধুনিক ও প্রযুক্তিনির্ভর। বোয়িং বরং ট্র্যাডিশনাল ইয়োক স্টাইল ফ্লাইং কন্ট্রোল বজায় রেখেছে, যা অনেক পাইলটের কাছে ‘বাস্তব উড়ান’ অনুভবের জন্য প্রিয়।

plane_pic


বিজ্ঞাপন


যাত্রীদের অভিজ্ঞতায় এয়ারবাসের A350 ও A380-এ থাকে প্রশস্ত কেবিন, শান্ত পরিবেশ ও উন্নত বায়ুপ্রবাহ ব্যবস্থা। বোয়িং 787 Dreamliner আবার সুপরিসর জানালা, আরামদায়ক প্রেসার সিস্টেম ও হিউমিডিটি কন্ট্রোলে এগিয়ে। এয়ারলাইন্সগুলো যাত্রীসুবিধা, জ্বালানি খরচ এবং রুট নির্ভর করে যে কোনও একটি ব্র্যান্ডকে বেছে নেয়।

আরও পড়ুন: বোয়িং বিমানের ইঞ্জিন কারা তৈরি করে?

রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ে উভয় সংস্থা তাদের সর্বাধুনিক মডেলগুলোতে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও টেকসই মেটেরিয়াল ব্যবহার করছে। তবুও, বোয়িংয়ের কিছু মডেলের দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে তাদের নিরাপত্তা রেকর্ড কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে, বিশেষ করে 737 MAX সিরিজে।

vs

শেষ কথা হলো এয়ারবাস আর বোয়িং— উভয়ই নিজ নিজ ক্ষেত্রে শীর্ষ মানের। একটিকে সরাসরি ‘সেরা’ বলা সম্ভব নয়, কারণ বিষয়টি নির্ভর করে কে ব্যবহার করছে পাইলট, যাত্রী না এয়ারলাইন্স। উড়োজাহাজের মডেল, যাত্রাপথ ও অভিজ্ঞতা অনুযায়ী একেক জনের পছন্দ একেক রকম হতে পারে। তবে দুটাই আধুনিক বাণিজ্যিক উড়ানের প্রতীক এবং নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত বাহন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর