বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান কানাডায় আকস্মিক এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় শোক জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৯ জুন) বিমানের এক শোক বার্তায় মো. সাইফুজ্জানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
শোক বার্তায় বলা হয়েছে, ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের জন্য ছিল গর্বের বিষয়। তাঁর এই অকাল প্রয়াণে শূন্যতা সৃষ্টি হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেড পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
তাঁর পরিবারের অভিপ্রায় অনুযায়ী মরদেহ বাংলাদেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, কানাডার টরন্টোতে একটি লেকে ডুবে দুই বাংলাদেশির করুণ মৃত্যু হয়েছে। তাদের একজন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডু। অপরজন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব। স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেলে কানাডার অন্টারিও প্রদেশের কাওয়ার্থা লেক অঞ্চলের স্টারজন লেকে এই দুর্ঘটনা ঘটে।
জেবি