শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

আকাশে উড়ন্ত বিমানের ছায়া মাটিতে পড়ে না কেন

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

আকাশে উড়ন্ত বিমানের ছায়া মাটিতে পড়ে না কেন

অনেকের মনেই প্রশ্ন আকাশে উড়ন্ত বিমানের ছায়া মাটিতে পড়ে না কেন? এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। 

উড়ন্ত বিমানের ছায়া মাটিতে না পড়ার কারণ হলো আলোর অপবর্তন। বিমানের দেহের প্রান্ত দিয়ে গমনকারী আলোকরশ্মি পুনরায় আলোক উৎস হিসেবে কাজ করে। এই উৎসগুলো আলোকরশ্মি এসে বিমানের নিচে ভূমিতে পতিত হয়। বিমানের নিচে ভূমিতে বহুসংখ্যক আলোকরশ্মির একত্রে পতনের কারণে বিমানের নিচের অংশে কোনো ছায়া পড়ে না। 


বিজ্ঞাপন


PLANEআরেকটু সহজ করে বললে, ধরুন একটি বিমান এক হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছে। যেহেতু এর আকার তুলনামূলকভাবে ছোট, তাই সূর্যের আলোয় এর ছায়া একটি কোণের মতো নিচে বিস্তৃত হয়ে একটি বিন্দুতে মিলিত হয়ে আবার দুই পাশে ছড়িয়ে পড়বে।

planeএই বিন্দুর ওপরের দিকের কোনাকৃত অংশে সূর্যের আলো পড়বে না, তাই প্রকৃত ছায়ার অংশ মাটি থেকে অনেক উঁচুতে থাকবে। এর নিচে ছায়ার বিস্তৃত অংশে সূর্যের আলো পড়বে, তাই ছায়া হালকা হয়ে যাবে।

plane

আর ভূপৃষ্ঠ পর্যন্ত আসার আগেই সেই হালকা ছায়াও সূর্যের আলোয় আলোকিত হয়ে যাবে। তাই মাটি থেকে আমরা বিমানের ছায়া দেখতে পাই না। সে তুলনায় মেঘ আমাদের মাথার ওপরে, বিমানের চেয়ে অনেক নিচেই থাকে। এর আকারও বিমানের তুলনায় বড়। তাই মেঘের ছায়া মাটি পর্যন্ত পৌঁছায়।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর