শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

জে-১০সি

ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের প্রধান অস্ত্র ছিল এই ফাইটার প্লেন

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

fighter plane

চীনের ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র পাকিস্তানই চীনের বাইরে একমাত্র দেশ, যাদের কাছে রয়েছে জে-১০সি যুদ্ধবিমান। এটি চীনা যুদ্ধবিমানটির তৃতীয় ও সর্বশেষ সংস্করণ। নতুন ধরনের যুদ্ধবিমান তৈরি করতে সাধারণত প্রযুক্তি ও বৈশিষ্ট্যের ৩০ শতাংশের একেবারে নতুন করে নকশা করতে হয়। এই বিমান দিয়ে অতি সম্প্রতি ভারতের যুদ্ধ বিমান রাফালকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে। জে-১০সি বিমানের পারফরমেন্স দেখে খোদ চীনও বিস্মিত। কেননা, এই বিমান তৈরির পর এবারই প্রথম এটি তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। এরপর সারা বিশ্বে বিমানটিকে নিয়ে হৈ চৈ শুরু হয়েছে। 

আধুনিক যুদ্ধ সক্ষমতায় জে-১০সি: এশিয়ার আকাশে নতুন শক্তি

চীনের তৈরি জেএফ-১০সি বা জে-১০সি যুদ্ধ বিমান বর্তমানে এশিয়া মহাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। উন্নত প্রযুক্তির এই মাল্টিরোল ফাইটার জেট ইতিমধ্যেই পাকিস্তান ও অন্যান্য দেশগুলোর প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীও এই বিমান সংগ্রহের সম্ভাব্যতা যাচাই করছে বলে সূত্র জানিয়েছে।

plane2

কী আছে জে-১০সি তে?

জে-১০সি চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত একটি আধুনিক চতুর্থ প্রজন্মের ++ মাল্টিরোল যুদ্ধবিমান।


বিজ্ঞাপন


এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো-

উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিকালি স্ক্যানড অ্যারে (AESA) রাডার

বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (BVR) এয়ার-টু-এয়ার কমব্যাট সক্ষমতা

উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ও জ্যামিং সিস্টেম

উচ্চ গতির PL-15 লং রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল ব্যবহারের সক্ষমতা

আধুনিক স্টেলথ প্রযুক্তি এবং কমপোজিট ম্যাটেরিয়াল ব্যবহারে হালকা ও কম দৃশ্যমানতা

plane

কেন আলোচনায় জে-১০সি?

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার কারণে বিভিন্ন দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে জে-১০সি তার উন্নত প্রযুক্তি, তুলনামূলক কম খরচ এবং মাল্টি-রোল কমব্যাট ক্ষমতার জন্য অনেক দেশের পছন্দের তালিকায় রয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫ ফাইটার প্লেন

জে-১০সি এর অন্তর্ভুক্তি দক্ষিণ এশিয়ায় আকাশ প্রতিরক্ষা ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকদের ধারণা। এ অঞ্চলে আধুনিক যুদ্ধবিমানের প্রতিযোগিতায় এটি এক শক্তিশালী সংযোজন বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর