উড়োহাজাজ বা বিমান নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কেননা, উড়োযানে সচরাচর সবার চড়া হয় না। অনেকেই আছেন, যারা কখনোই বিমানে ওঠেননি। এদের সংখ্যাটাই বেশি। অনেকেই জানতে চান বিমানে মাইলেজ সম্পর্কে। আকাশে উড়তে বিমান কতটা জ্বালানি পোড়ায় জানুন।
বিজ্ঞাপন
একটি বিমান এক ঘণ্টায় কত লিটার জ্বালানি খরচ করে?
সায়েন্স হাউ স্টাফ ওয়ার্কস ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বিশ্বের বৃহত্তম জেট বিমান হিসেবে বিবেচিত ফ্রান্সের চ্যাম্পিয়ন এয়ারবাস এ৩৮০, আগের তুলনায় আরও বেশি দক্ষ।
আরও পড়ুন: বিমানের জ্বালানি তেলের নাম কী?
এই বহুতল জাম্বো জেটটি প্রতি ঘণ্টায় গড়ে ৪,৬০০ গ্যালন অর্থাৎ প্রায় ১১,৪০০ লিটার জ্বালানি খরচ করে। যা একটি বোয়িং ৭৪৭ এর চেয়ে সামান্য বেশি।
বিজ্ঞাপন
এ৩৮০ সর্বোচ্চ ধারণক্ষমতায় ৮০০ জনেরও বেশি যাত্রী বহন করতে সক্ষম। প্রতি যাত্রীর জ্বালানি দক্ষতার দিক থেকে, এটি পুরনো ৭৪৭ এর তুলনায় প্রায় ২০ শতাংশ ভালো।
এজেড