শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের ফ্লাই জিন্নাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের ফ্লাই জিন্নাহ

পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ফলে ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আবারও শুরু হতে যাচ্ছে, যা প্রায় এক দশক পর সম্ভব হচ্ছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, ফ্লাই জিন্নাহ কর্তৃপক্ষ তাদের কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছে এবং তা অনুমোদন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, এখন ফ্লাই জিন্নাহকে একজন জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে, আর তাদের স্লট এবং ফ্রিকোয়েন্সির জন্যও আবেদন করা হলে তা প্রদান করা হবে। 

এর আগে, ২০১৫ সালে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এই রুটে শেষবারের মতো সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল।

ফ্লাই জিন্নাহ একটি বাজেট এয়ারলাইন্স হিসেবে পরিচিত, যা এখন বাংলাদেশ-করাচি রুটে নতুন করে ফ্লাইট চালাতে যাচ্ছে। সূত্র: বাসস

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর