শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাড়তি মূল্যে এয়ার টিকেট ক্রয়-বিক্রয় না করার অনুরোধ আটাব’র

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

বাড়তি মূল্যে এয়ার টিকেট ক্রয়-বিক্রয় না করার অনুরোধ আটাব’র

এয়ার টিকিটের মূল্য সহনীয় রাখতে অতিরিক্ত মূল্যে এয়ার টিকেট ক্রয়-বিক্রয় না করার জন্য অনুরোধ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

বুধবার (১৫ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আটাব জানিয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ার টিকেটের সাশ্রয়ী মূল্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, সৌদি আরবে বিগত সময়ের চেয়ে দ্বিগুন হারে বিএমইটি ছাড়পত্র দিচ্ছে ও শ্রমিক যাত্রী পাঠানো বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ওমরাহ যাত্রীদের সংখ্যা রমযান মাস পর্যন্ত সর্বদা বেশি থাকে। এই কারণে ও ফ্লাইটের চাহিদা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। অপরদিকে বিগত বছরের তুলনায় এবছর কয়েকটি এয়ারলাইন্স ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে তাদের প্রায় ৫২টি ফ্লাইট পরিচালনা কমিয়ে দিয়েছে।  যার ফলে প্রতিদিন প্রায় ১৫০০ আসন কমে গিয়েছে। এয়ারলাইন্সগুলো ডলার সংকটের জন্য যথাসময়ে তাদের স্ব স্ব দেশে রেমিট্যান্স পাঠাতে না পারায় ডলারের রেট বৃদ্ধিসহ এয়ারলাইন্সের কস্ট অব ফান্ড বৃদ্ধি পাওয়ার কারণে এবং যাত্রীদের টিকেটের চাহিদা বেশি হওয়ায় এয়ার টিকেটের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে এয়ারলাইন্স জানিয়েছে।

এয়ার টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে মধ্যপ্রাচ্যগামী সকল এয়ারলাইন্সকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে আটাব।

 


বিজ্ঞাপন


আটাবের অনুরোধ ও পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মদীনায় সপ্তাহে অতিরিক্তে একটি ফ্লাইট পরিচালনা করছে। টিকেটের মূল্যবৃদ্ধি নিরসনে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।

এয়ার টিকেটের মূল্যবৃদ্ধির জন্য এয়ারলাইন্সের পাশাপাশি ট্রাভেল এজেন্সিদেরকেও দায়ী করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনা ও আইন অনুযায়ী এয়ার টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে স্বাভাবিক মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এয়ার টিকেট ক্রয় ও অতিরিক্ত মুনাফায় (নির্ধারিত কমিশনের বাহিরে অতিরিক্ত দামে) বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর