বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

বিমানের ওয়েবসাইট ও অ্যাপসে টিকিট কিনলেই ১০ শতাংশ ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

বিমানের ওয়েবসাইট ও অ্যাপসে টিকিট কিনলেই ১০ শতাংশ ছাড়

নতুন বছর উপলক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয় করলেই মিলছে ১০ শতাংশ ছাড়। একজন গ্রাহক নির্দিষ্ট প্রমোকোড ব্যবহার করলেই এই ছাড় পাবেন।

রোবোর (৫ জানুয়ারি) বিকেলে এয়ারলাইন্সটির মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

biman

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, নতুন বছর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য টিকিটে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের সময় প্রমোকোড ‘FLYBG2025’ ব্যবহার করলে বিমানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চলবে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর