শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বিগত অর্থবছরে বিমানের আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

বিগত অর্থবছরে বিমানের আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই প্রতিবেদন উন্মুক্ত করা হয়। বিমানের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বিমান আয় করেছে ১০ হাজার ৫৭৫ কোটি টাকা এবং নিট মুনাফা দাঁড়িয়েছে ২৮২ কোটি টাকা।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় বিমানের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেকর্ড পরিমাণ আয় অর্জন করেছে, যা ছিল ১০,৫৭৫ কোটি টাকা— যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯.৫০ শতাংশ বেশি। একই সময়কালে বিমান ১৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে, তবে এক্সচেঞ্জ লস এবং ট্যাক্স পরবর্তী পরিমাণে বিমান ২৮২ কোটি টাকা নিট মুনাফা করেছে। ডলারের মূল্যবৃদ্ধি এই নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

এই প্রতিবেদন অনুযায়ী, কোভিড মহামারির পর টানা চতুর্থবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান। এছাড়া, গত ১০ অর্থবছরে ৮ বারই নিট মুনাফা অর্জন করেছে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর