বিশ্বের সর্বাধিক দেশে ফ্লাইট পরিচালনার জন্য তার্কিশ এয়ারলাইন্স গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। চিলির সানতিয়াগোর আর্তুরো মেরিনো বেনিটেজ আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি পতাকাবাহী বিমান সংস্থার উদ্বোধনী ফ্লাইটের পর মর্যাদাপূর্ণ রেকর্ডটি করা হয়। খবর ইয়েনি সাফাকের।
বিশ্বব্যাপী বিমান পরিচালনায় এ কৃতিত্বের পর দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বিলাল একসির প্রশংসা করেছে দেশটি।
বিজ্ঞাপন
বিলাল একসি বলেছেন, সানতিয়াগোতে এই স্বীকৃতি পাওয়া একটি বিরল সম্মানের বিষয়- যা বিশ্বব্যাপী মানুষ, সংস্কৃতি এবং গন্তব্যের সঙ্গে সংযোগ স্থাপনে আমাদের মিশনের বড় প্রমাণ।
গিনেস কর্মকর্তা তালাল ওমর এয়ারলাইন্সটির প্রশংসা করেছেন এবং এই মাইলফলকটিকে বিমান চালনায় তার্কিশ এয়ারলাইন্সের বৈশ্বিক যাত্রীসেবার প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন।
১৯৩৩ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করে তুর্কি এয়ারলাইন্স। এখন তারা বিশ্বের ৩৫২টি রুটে ৪৯১টি বিমান পরিচালনা করছে। স্টার অ্যালায়েন্সের সদস্য হিসাবে তার্কিশ এয়ারলাইন্স দিন দিন তার নেটওয়ার্ক প্রসারিত করে চলেছে।
এমএমএস