রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন রাতের বিমানেই বিদেশ সফর করেন নরেন্দ্র মোদি

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২২, ১১:২৮ এএম

শেয়ার করুন:

কেন রাতের বিমানেই বিদেশ সফর করেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় বিদেশ সফরে ব্যস্ত সময় পার করেন তিনি। চলতি মাসেই জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্সে গিয়েছিলেন মোদি। এরপর যান নেপালে। আবার আগামী সপ্তাহে যাবেন জাপানে। পুরো মাসজুড়েই বিদেশ সফরে সময় কাটাবেন তিনি। 

মোদির সফরের সময়সূচী ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, একটি নির্দিষ্ট নিয়ম মেনেই বিমান ভ্রমণ করেন তিনি। বেশিরভাগ সময় রাতের ফ্লাইটে বিদেশ পাড়ি দেন নরেন্দ্র মোদি। 


বিজ্ঞাপন


modiসাধারণত তিনি রাতে কোনো দেশের উদ্দেশ্যে রওনা দেন। সারাদিন ব্যস্ততা, বৈঠক আর আলাপ-আলোচনায় কাটিয়ে আবার রাতের ফ্লাইটে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বিমানে চড়েন তিনি। কিন্তু কেন এমনটা করেন তিনি? এর পেছনে কী কারণ রয়েছে?

অনেক বছর ধরে নরেন্দ্র মোদিকে চেনেন এমন একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন তার নিশি ভ্রমণের পেছনের আসল কারণ। জানা যায়, নব্বইয়ের দশকের শুরুর দিকে যখন একজন সাধারণ নাগরিক হিসেবে মোদি বিমান ভ্রমণ করতেন তখন তিনি বিশেষ ফ্রিকোয়েন্ট-ফ্লায়ার কার্ড ব্যবহার করতেন।

modiহোটেলে থাকার অর্থ বাঁচাতে মোদি রাতের ফ্লাইটে গন্তব্যে যেতেন। সারাদিন কাজ শেষ করে শেষ রাতের ফ্লাইটে ফিরে আসতেন। প্রায়ই বিমান ও বিমানবন্দরে ঘুমাতেন তিনি। 

সময় এবং সম্পদ বাঁচানোর সেই অভ্যাস এখনও রয়ে গেছে নরেন্দ্র মোদির। এ কারণেই তিনি বিমান ভ্রমণের জন্য রাতের বেলাকে বেছে নেন। 


বিজ্ঞাপন


এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর