রোজ মাথার ওপর দিয়ে বিমান ওড়ে। কিছু দ্রুত গতিতে। কিছু ধীর লয়ে। ধীর গতিতে ওড়া বিমানগুলো দেখতেও ছোট। মনে প্রশ্ন জাগে, ছোট্ট এই বিমান কত দ্রুত ওড়ে? এর গতি কত? কতটা পথ এটা পাড়ি দিতে সক্ষম?
সাধারণত বেশিরভাগ ছোট বিমান ঘণ্টায় ১২০ থেকে ১৮০ মাইল বেগে উড়ে। প্রাইভেট আর কমার্শিয়াল বিমানগুলো সাধারণত এর চেয়ে ৪-৫ গুণ বেশি গতিতে ওড়ে। সামরিক বিমান ওড়ে ১০ গুণ বেশি গতিতে।
বিজ্ঞাপন
ছোট বিমান কত দ্রুত ওড়ে?
ছোট বিমানগুলো ইঞ্জিন কম শক্তিশালী হয়ে থাকে। এজন্যই এগুলো বড় বিমানের চেয়ে ধীর গতিতে ওড়ে। এগুলো ঘণ্টায় ১২৪ মাইল থেকে ৪০০ মাইল পর্যন্ত গতিতে উড়তে সক্ষম। বিমানের মডেল, ধরন এবং কোন আবহাওয়ায় এটি উড়ছে তার ওপর নির্ভর করে এর প্রকৃত গতি।
এক ইঞ্জিন বিশিষ্ট বিমানগুলোকেও ছোট বিমান ধরা হয়। আবহাওয়া ভালো থাকলে এবং কোনো ধরনের বায়ু প্রতিরোধের সম্মুখীন না হলে এমন একটি বিমান প্রতি ঘণ্টায় ২৫০ মাইল পর্যন্ত উড়তে পারে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মতে, ইতিহাসের দ্রুততম এক ইঞ্জিন বিশিষ্ট বিমান ছিল এক্সএফ-৮৪এইচ থান্ডারসার্চ। এর গতি ছিল ঘণ্টায় ৬২০ মাইল।
বিজ্ঞাপন
কত গতিতে ছোট বিমান উড্ডয়ন ও অবতরণ করে?
এক ইঞ্জিনের ছোট বিমানগুলোর উড্ডয়ন ও অবতরণের গড় গতি ৬০ নটস বা ঘণ্টায় ৬৯ মাইল। বিমানের মডেল, ওজন, বায়ুর ও আবহাওয়ার ওপর নির্ভর করে এই গতিতে ওঠানামা করে।
এছাড়া বিমানটি যেই এয়ারপোর্টে অবতরণ করে সেখানকার এয়ার স্ট্রিপের উচ্চতার ওপর টেকঅফ-ল্যান্ডিয়ের গতি পরিবর্তিত হয়। যেসব বিমানবন্দর বেশি উচ্চতায় থাকে সেখানে অক্সিজেন লেভেল কম থাকায় ছোট বিমানগুলোর উড্ডয়নে বেশি গতির প্রয়োজন হয়।
ছোট বিমানের সর্বনিম্ন গতি কত হতে পারে?
একটি ছোট বিমান ঘণ্টায় সর্বনিম্ন ৩১ মাইল বা ৫০ কিলোমিটার উড়তে পারে। সবচেয়ে কম এই গতিকে ‘স্টল স্পিড’ বলা হয়। প্রশ্ন থাকতে পারে, এর চেয়ে কম গতিতে কি ছোট বিমান যেতে পারে? উত্তর, না। বিমানকে বায়ুবাহিত রাখতে এই মাত্রায় গতি রাখতেই হয়। এর কম করা যায় না। নয়তো বিমান ভারসাম্য হারিয়ে ফেলবে এবং দুর্ঘটনার সম্মুখীন হবে।
ছোট বিমান কতদূর উড়তে পারে?
সবচেয়ে ভালো আবহাওয়ায় জ্বালানি শেষ হওয়ার আগ পর্যন্ত একটি ছোট বিমান ৫০০ থেকে ১৫০০ নটিক্যাল মাইল পর্যন্ত উড়তে পারে। এদের সীমিত পরিসীমার মধ্যে উড়তে হয়। কারণ এদের ইঞ্জিন দুর্বল থাকে, জ্বালানি ট্যাংক ছোট হয় এবং উন্নত অ্যাভিওনিক্স সিস্টেমের অভাব থাকে।
ছোট বিমানগুলোর ককপিটও ছোট হয়ে থাকে। তাই এমন বিমানের মাধ্যমে দীর্ঘ পথ পাড়ি দেওয়া পাইলটের জন্য অস্বস্তিকর ও ক্লান্তিময় হয়। এজন্যই ছোট বিমানে দীর্ঘ উড়ান একেবারেই অবাস্তব ও অবান্তর বলা যায়।
সবকিছু মিলিয়ে বলা যায়, বাণিজ্যিক, ব্যক্তিগত ও সামরিক বিমানের তুলনায় অত্যন্ত ধীর গতিতে চলে ছোট বিমানগুলো। এগুলোর কম গতির জন্য দায়ী হার্ডওয়্যার ও প্রযুক্তির অভাব।
তথ্যসূত্র: এক্সিকিউটিভ ফ্লাইয়ার্স ডট কম
এনএম/এজেড

