আগের চেয়ে কানাডার টরন্টো রুটে যাত্রী সংখ্যা বেড়েছে। ফলে এ রুটে ফ্লাইট বৃদ্ধি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য ওই ফ্লাইটের টিকিটগুলো উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাতো। কিন্তু এখন তা একটি বৃদ্ধি করে তিনটি করতে যাচ্ছে। বর্তমানে এই রুটে শুধু মঙ্গলবার ও শনিবার ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট টরন্টো রুটে যোগ করা হয়েছে। এর ফলে ৩১ অক্টোবর থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে।
বিমান জানিয়েছে, অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।
প্রায় আড়াই বছর আগে ২০২২ সালের ২৬ মার্চ ঢাকা থেকে টরন্টো রুটে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। তবে তা ছিল পরীক্ষামূলক ও প্রায় ১৯ ঘণ্টা উড়েছিল ফ্লাইটটি। সেই বহরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এক দল গণমাধ্যমকর্মীকে বহরে যাত্রী হিসেবে নেওয়া হয়েছিল। এর বাইরেও কিছু যাত্রী রাখা হয়েছিল। এরপর একই বছরের ২৭ জুলাই এই রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়। তবে সবশেষ এ বছরেও ৯০ শতাংশ যাত্রী নিয়ে টরন্টো রুটে বিমান ফ্লাইট চালিয়েছে বলে দাবি করেছে।
বিজ্ঞাপন
এমআইকে/এএস