ফেনী-নোয়াখালীসহ দেশের কয়েকটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এই অবস্থায় বন্যার্তদের জন্য বিশেষ সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি টিকিটের মূল্য হ্রাসসহ কোনো রকম চার্জ ব্যতিরেকে টিকিটের তারিখ পরিবর্তন ও রি-ইস্যু সেবা দিচ্ছে।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখি ভাড়া সর্বোচ্চ ৫৪০০ টাকা নির্ধারণ করেছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারনের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে।
এছাড়া বন্যা দুর্গত এলাকার যাত্রীরা বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে কোনো রকম চার্জ ব্যতিরেকে সিট ফাঁকা থাকাসাপেক্ষে ভ্রমণ করতে পারবেন। সে ক্ষেত্রে যাত্রীদের যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রি-ইস্যু করতে সংশ্লিষ্ট টিকিট ইস্যুয়িং এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিমান জানায়, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীদের কোনো রকম চার্জ ব্যতিরেকে এসব সেবা দেওয়া হবে।
বিজ্ঞাপন
এমআইকে/জেবি