শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্যার্তদের জন্য একদিনের বেতনের অর্থ দিচ্ছেন ইউএস-বাংলার কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

বন্যার্তদের একদিনের বেতনের অর্থ দিচ্ছেন ইউএস-বাংলার কর্মীরা

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের ভারী বর্ষণে দেশের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় অর্ধকোটি মানুষ। পানিতে ডুবে গেছে চারপাশ। অনেক জায়গায় বন্যার পানি ঘরের চাল ছুঁয়েছে বা উপচে গেছে। আশ্রয়ের খোঁজা দিশেহারা বন্যাকবলিতরা এসব মানুষের দুর্ভোগের চিত্রে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। মানুষের এমন দুর্ভোগ দেখে বেদনার্ত দেশবাসী। এমন পরিস্থিতিতে এসব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সব শ্রেণিপেশার মানুষ। এরই অংশ হিসেবে বন্যার্ত মানুষদের সহায়তার জন্য একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীরা।

ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


বিজ্ঞাপন


যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগণের পাশে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের অধিক দেশি-বিদেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

এমআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর