শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

বিমানের চেয়ারম্যান হলেন আব্দুল মুয়ীদ চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

বিমানের চেয়ারম্যান হলেন আব্দুল মুয়ীদ চৌধুরী
আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন আব্দুল মুয়ীদ চৌধুরী।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।


বিজ্ঞাপন


তিনি জানান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিমানে ক্যাডেট পাইলট নিয়োগে নানা অনিয়ম

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী সুদীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর