বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল বিমান
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ব্যবহার করে ফেসবুক পেইজ ও গ্রুপ খুলে এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্নজনকে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। ফলে বিষয়টি সম্পর্কে সবাইকে সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (২৯ এপ্রিল) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো এবং নাম ব্যবহার করে হিমেল খান নামধারী ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। এই ভুয়া ফেসবুক পেইজ, গ্রুপ ও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই।


বিজ্ঞাপন


এই কর্মকর্তা জানান, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি। সংস্থাটির নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট (www.biman.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

আরও পড়ুন

বিমানের সমস্যাগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে: পর্যটনমন্ত্রী

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত। তাই অনুমতি ছাড়া তা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।


বিজ্ঞাপন


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো ব্যবহার করা অন্যান্য ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

বিমান আরও জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাত্র ফেসবুক পেজ এবং এছাড়া আর কোনো অফিসিয়াল ফেসবুক গ্রুপ নেই।

এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর