বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

বোয়িং বিমানের জানালার দাম বিএমডাব্লিউ গাড়ির চেয়েও বেশি

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২২, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

বোয়িং বিমানের জানালার দাম বিএমডাব্লিউ গাড়ির চেয়েও বেশি

উড়োজাহাজ বা বিমান সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। কেননা, এখনো এই বাহন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। নিতান্ত প্রয়োজন না হলে কেউ এয়ারপোর্টের দিকে পা বাড়ান না। অথচ উন্নত বেশি মানুষের অবকাশ-অবসর কাটে বিমানকে ঘিরে। 

উড়োজাহাজ এমন একটি বাহন যা প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারের একটি। তাই উড়োজাহাজ সম্পর্কে জানার আগ্রহ সবার। উড়োজাহাজ নিয়ে পাঁচটি মজার তথ্য জানুন।


বিজ্ঞাপন


১. ১৯০৩ সালে রাইট ভ্রাতৃদ্বয়ের তৈরি বিশ্বের প্রথম উড়োজাহাজ প্রথমবার মাত্র ১২০ ফুট উড়তে সক্ষম হয়েছিল। আর আজকের বোয়িং ৭৮৭ একনাগারে ১০ হাজার মাইল দূরত্ব অতিক্রম করতে পারে।

২. বোয়িং ৭৪৭-৪০০ উড়োজাহাজের ককপিট উইন্ড শিল্ড বা একটি জানালার ফ্রেমের দাম একটি বিএমডব্লিউ গাড়ির চেয়েও বেশি।

kokpeat৩. বেশিরভাগ ক্ষেত্রে বড় এয়ারলাইন্স পাইলট ও কো-পাইলটের জন্য একই খাবার বরাদ্দ করে না। কারণ পাইলট ও কো-পাইলট যাতে একই খাবারে ফুড পয়জনিংয়ের শিকার না হয়।

৪. বিশ্বের সবচেয়ে ছোট বিমানটি হল বি,ডি-৫ মাইক্রো। এটির ডানার দৈর্ঘ্য (উইং স্প্যান)১৪-২১ফুট এবং ওজন মাত্র ৩৫৮ পাউন্ড।


বিজ্ঞাপন


৫. বিমানের ডানা সম্পূর্ণটি একটি যন্ত্র। এর উপর চারটি বল উপর, নিচ, সামনে অথবা পশ্চাৎমুখী বল একসঙ্গে কার্যকর। এই চারটি বলের নাম লিফট (উর্ধ্বমুখী বল), থ্রাস্ট (সম্মুখ বল), ড্র্যাগ( বাতাসের ঘর্ষণের ফলে সৃষ্ট বাধা) ও ওয়েট (ওজন)।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর