বিমান উড্ডয়ন ও অবতরণ করে রানওয়েতে। রানওয়ে থাকে সুরক্ষিত। নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা যাকে। যাকে আমরা বিমানবন্দর নামে চিনি। বিমান অবতরণের সময় পাইলটদের ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হয়। এসময় তাকে দক্ষতার পরিচয় দিতে হয়। সম্প্রতি অরক্ষিত বিমান অবতরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় সড়কে ওপর দিয়ে, মানুষের মাথার ওপর দিয়ে একটি বিমান অবতরণ করতে।
আরও পড়ুন: বিমানে ইন্টারনেট যেভাবে কাজ করে
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ভিডিওটি নেট নাগরিকরা পছন্দ করেছেন। তারা এটিকে আরও বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে পাইলটকে বিমান নিয়ে একটি ব্যস্ত রাস্তার ওপরে কম উচ্চতায় উড়তে এবং খুব সাবধানে ফ্লাইট অবতরণ করতে দেখা যাচ্ছে।
দর্শকরা ভিডিওটি দেখে পাইলটের প্রশংসায় পঞ্চমুখ। ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট এক্স -এ ব্যাপক ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় পার্ক করা যানবাহনের ঠিক ওপর দিয়ে ফ্লাইটটি ধীরে বিমানবন্দরে অবতরণ করে। ব্রিটিশ এয়ারওয়েজের এই ফ্লাইট অবতরণ দেখে আপনি কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে যাবেন। কিন্তু পরের মুহূর্তে আপনি রানওয়েতে ফ্লাইটটি দেখতে পাবেন। আপনি খুব কমই একটি ফ্লাইটকে এত ধীরে এবং সাবধানে অবতরণ করতে দেখেছেন।
এই ভাইরাল হওয়া ভিডিওটি ২৮ জানুয়ারি পোস্ট করা হয়। এটি মাইক্রো ব্লগিং সাইট এক্স-এর @ThebestFigen -এ শেয়ার করা হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্তটি ভিডিওতে ১৮.৫ মিলিয়নেওর বেশি ভিউ পেয়েছে। এর কমেন্ট সেকশনে নিজের মতামত জানাতে অনেকে মন্তব্যও করেছেন। তাদের সংখ্যাও লাখ ছাড়িয়েছে।
বিমান অবতরণের ভিডিওটির ক্যাপশন ছিল, ‘ওয়াও সেরা ল্যান্ডিং।’
এজেড

