শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

মাঝ আকাশে ঝড়ের কবলে বিমান, ৪০ যাত্রী আহত

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২২, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

মাঝ আকাশে ঝড়ের কবলে বিমান, ৪০ যাত্রী আহত

মাঝ আকাশে ঝড়-বৃষ্টির কবলে পড়ে ভারতের একটি বিমানের ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের মধ্যে ২০ জনের আঘাত গুরুতর। ঝড়ের কারণে প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীরা আহত হন। 

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্পাইসজেটের বোয়িং বি৭৩৭ মডেলের একটি বিমান মুম্বাই-দুর্গাপুর (আণ্ডাল) রুটি উড়ছিল। বিমানটি আচমকা ঝড়বৃষ্টির কবলে পড়ে। এই কারণে বিমানটি অণ্ডাল বিমানবন্দরের রানওয়েতে নির্বিঘ্নে নামতে পারেনি। যার ফলে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর।


বিজ্ঞাপন


বিমান সংস্থা স্পাইসজেটের পক্ষে এই দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জানানো হয়েছে, আহতদের সবরকম মেডিকেল সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার জন্য তারা দুঃখপ্রকাশ করেছে।

যাত্রীরা প্রায় সকলেই কমবেশি জখম হয়েছেন। কারও হাত ভেঙেছে, কারও মাথা ফেটেছে। কারও চোখে মারাত্মক চোট লেগেছে। অণ্ডাল বিমানবন্দরে অবতরণের পরেই আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর