রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানে যাত্রীদের লাগেজ কোথায় রাখা হয়?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১০:১৫ এএম

শেয়ার করুন:

বিমানে যাত্রীদের লাগেজ কোথায় রাখা হয়?

অন্যান্য যানবাহনের মতো বিমানেও নির্দিষ্ট পরিমান মালামাল বহন করা যায়। তবে এসব মালামাল আপনি সঙ্গে নিয়ে বিমানে উঠতে পারবেন না।

planeভারী ব্যাগ, লাগেজ, স্যুটকেস আপনাকে চেক-ইন কাউন্টারে জমা দিয়ে আসতে হবে। বিমানের ক্রুরা আপনার মূল্যমাল এসব জিনিসপত্র বিমানের নির্ধারিত বক্সে রেখে দেবে। আপনি গন্তব্যে পৌঁছলে লাগেজ বুঝে পাবেন। তবে অল্প ওজনের ব্যাগ হ্যান্ড কেরি করা যায়। জানুন বিমানের আপনার ব্যাগ কোথায় রাখা হয়।


বিজ্ঞাপন


air plane hand carry bagওভারহেড বিন

বিমানের যাত্রীরা মূল্যবান জিনিসপত্র হ্যান্ড ক্যারি করতে পারেন। অর্থাৎ ছোট ব্যাগ হাতে নিয়েই বিমানে উঠতে পারেন।এরপর ব্যাগ রাখতে হয় ওভার হেড বিনে। বিমানের যাত্রীদের সিটের ওপরেই থাকে ওভার হেড বিন। ব্যাগ রাখার ব্যবস্থা এমন ব্যবস্থা বাসেও থাকে। 

over head binচেক ব্যাগ কোথায় থাকে?

যাত্রীদের চেক ইন করা বড় আকারের ব্যাগ কেবিন ক্রুরা বুঝে নেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাপোর্টিং স্টাফ এসব ব্যাগ বিমানে তুলে দেন। এরপর এগুলো বিমানের খোলের ভেতর রেখে দেওয়া হয়। বিমানের যাত্রীদের আসনের ঠিক নিচেই থাকে ব্যাগ রাখার জায়গা।  সহজভাবে বললে বিমানের খোলের মধ্যেই ফাঁকা জায়গায় রাখা হয় যাত্রীদের ব্যাগ।


বিজ্ঞাপন


bagএই অংশটি বিমানের বাইরে থেকে খোলা যায়। সাধারণত চাকার ঠিক উপরিভাগেই থাকে স্টোরেজ। এখানেই যাত্রীদের ভারি মালামাল এয়ারপোর্ট থেকে তুলে এনে রেখে দেওয়া হয়। 

bagবিমান গন্তব্যে পৌঁছলে সেগুলো ক্রুরা নামিয়ে এনে এয়ারপোর্ট থেকে যাত্রীদের হাতে তুলে দেন। 

belt of areaসাধারণত বিমানবন্দরে লাগেজ বেল্ট থেকে। যেখান থেকে যাত্রীরা তাদের ব্যাগ সংগ্রহ করেন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর