রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের সবচেয়ে ছোট বিমানবন্দর মেঘালয়ে

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৩, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

ভারতের সবচেয়ে ছোট বিমানবন্দর মেঘালয়ে

প্রতিবেশি দেশ ভারতের সবচেয়ে ছোট বিমানবন্দর মেঘালয় রাজ্যে অবস্থিত। এই বন্দরের নাম বালজেক বিমানবন্দর। এটি তুরা বিমানবন্দর নামেও পরিচিত। এখানকার রানওয়ের দৈর্ঘ্য মাত্র এক কিলোমিটার, যেখানে একটি মাত্র বিমান অবতরণ করতে পারে।
 
এই বিমানবন্দরটি মেঘালয় রাজ্যের উত্তর-পূর্ব দিকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। মজার বিষয় হল, ২০-সিটার ডর্নিয়ার ২২৮ বিমানটি শুধুমাত্র এই বিমানবন্দরের জন্যই ডিজাইন করা হয়েছিল। যদিও গত বছরের মধ্যে এই বিমানবন্দরটি সম্প্রসারণের পরিকল্পনা ছিল।

airportভারতের বেশিরভাগ বিমানবন্দরের রানওয়েই কয়েক কিলোমিটার বিস্তৃত। কিন্তু মেঘালয়ের এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র এক কিলোমিটার। মানে এখানে শুধুমাত্র একটি ছোট বিমানই অবতরণ করতে পারে। এই কারণেই এটিকে ভারতের সবচেয়ে ছোট বিমানবন্দর বলা হয়। এই বিমানবন্দরটি তৈরি করতে খরচ পড়েছিল ১২ কোটি ৫২ লক্ষ রুপি। প্রস্তুত করা হয়েছিল ২০০৮ সালে।


বিজ্ঞাপন


তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দরটিও বেশ ছোট

তামিলনাড়ুর তিরুচিরাপল্লির ত্রিচি বিমানবন্দরটিকেও ভারতের সবচেয়ে ছোট বিমানবন্দর বলা হয়। ত্রিচির রানওয়েও খুব ছোট, এর বিস্তৃতি মাত্র ৮১৩৬ ফুট। ভারতের দেশের সর্বোচ্চ বিমানবন্দরটি অবস্থিত জম্মু ও কাশ্মীরের লেহ-তে। এর নাম কুশোক বকুলা রিনপোচে বিমানবন্দর। এর উচ্চতা ৩২৫৬ মিটার।

airportভারতের বৃহত্তম বিমানবন্দর

অন্যদিকে, দেশের বৃহত্তম বিমানবন্দরের তলিকায় রয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরের নাম।


বিজ্ঞাপন


ভারতে কয়টি বিমানবন্দর কয়টি?

ভারতে মোট বিমানবন্দরের সংখ্যা ১৫৩। যার মধ্যে ১১৮টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইটের বিমানবন্দর। এসব বিমানবন্দর দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর