মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১০ বছরে ইউএস-বাংলা, ১৯টি গন্তব্যে যাচ্ছে ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

১০ বছরে ইউএস-বাংলা, ১৯টি গন্তব্যে যাচ্ছে ফ্লাইট

দেশের জনপ্রিয় বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা আকাশপথে যাত্রী পরিবহনের নয় বছর পূর্ণ করে ১০ বছরে পদার্পণ করছে। ইতোমধ্যে এয়ারলাইন্সটি ১৯টি এয়ারক্রাফট দিয়ে ১৯টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

রোববার (১৬ জুলাই) বিকেলে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, আগামীকাল ১৭ জুলাই ১০ বছরে পদার্পণ করছে ইউএস-বাংলা। নবম বর্ষপূর্তিতে সব শুভানুধ্যায়ীর প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পরিকল্পনা আর বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

এই কর্মকর্তা জানান, ২০১৪ সালের ১৭ জুলাই ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশের আকাশপথে যাত্রা শুরু করে। পরিকল্পনা অনুযায়ী প্রথম এক বছরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে স্বল্পতম সময়ে আকাশপথের যোগাযোগব্যবস্থাকে সুদৃঢ় করেছে ইউএস-বাংলা।

আরও পড়ুন: সাউথ এশিয়ায় ইউএস-বাংলার অনন্য স্বীকৃতি

ইউএস-বাংলা জানায়, এয়ারলাইন্সটি এখন অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে। যাত্রা শুরুর দুই বছরের মধ্যে ২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে। ইউএস-বাংলার আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে রয়েছে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু।


বিজ্ঞাপন


UU

নিকট ভবিষ্যতে দিল্লি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চলতি বছর ইউএস-বাংলার বিমান বহরে ছয়টি ওয়াইডবডি এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৪ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০২৫ সালের মধ্যে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরও পড়ুন: ইউএস-বাংলার পাইলট তৈরির উদ্যোগের প্রশংসা বিমান প্রতিমন্ত্রীর

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড ২০২৩-এ ইউএস-বাংলা সাউথ এশিয়ার এয়ারলাইনগুলোর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। গ্লোবাল এভিয়েশনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই অর্জন বাংলাদেশ এভিয়েশনকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ১৯টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে আটটি বোয়িং ৭৩৭-৮০০, আটটি এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে ইউএস-বাংলার।

এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর