রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এয়ারবাস: বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

এয়ারবাস: বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান

আকাশে যাত্রী পরিবহনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয় বিমান সংস্থা এয়ারবাস। এটি একটি ইউরোপীয় বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৯ সালের হিসেব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এটি। বাণিজ্যিক ও সামরিক বিমান তৈরি করে তারা। এয়ারবাসের হেড কোয়ার্টার ফ্রান্সের ব্লাগন্যাকে। তবে ফ্রান্স, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্যেও বিমান তৈরি করে এয়ারবাস। চারটি দেশের ১৬টি শহরে ৬৩ হাজার কর্মী এয়ারবাসে কর্মরত রয়েছেন।

এয়ারবাসের জনপ্রিয় কিছু মডেল- এ৩২০, এ৩৫০, এ৩৮০ বিমান। এয়ারবাস এ৩২০ মডেলটি বিশ্বের প্রথম ফ্লাই বাই ওয়্যার বিমান। ভারতের অভ্যন্তরীণ আকাশ যোগাযোগ ব্যাবস্থায় এটি বহুল প্রচলিত। 


বিজ্ঞাপন


এয়ারবাস এ৩৫০ মডেলটিকে বলা হয় জ্বালানি সাশ্রয়ী। এটি আগের বিমানগুলোর তুলনায় ২৫ শতাংশ জ্বালানী সাশ্রয়ী। এটি পরিচালনায় ব্যয়ও ২৫ শতাংশ কম। আগের উড়োজাহাজের তুলনায় এটি ২৫ শতাংশ কম কার্বন নিঃসরণ করে। 

airbusএছাড়া এয়ারবাস এ৩৮০ নামে একটি মডেল তারা বাজারজাত করেছে। এটি বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান হিসেবে পরিচিত। 

এয়ারবাস এ৩৮০ 

দ্বিতল, সুপ্রশস্ত এবং সর্ববৃহৎ যাত্রীবাহী যাত্রীবাহী জেট বিমান হচ্ছে এয়ারবাস এ৩৮০। এটি চার ইঞ্জিন বিশিষ্ট। এর আগে বৃহদাকার বিমান হিসেবে বাজারে একাধিপত্য করত বোয়িং। তাদের চ্যালেঞ্জ করেই এই বিমানের নকশা করা হয়। 


বিজ্ঞাপন


২০০৫ সালের ২৭ এপ্রিল প্রথম যাত্রী নিয়ে আকাশে ওড়ে এ৩৮০। ২০০৭ সালে এটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। শুরুর দিকে অবশ্য বিমানের এই মডেলটি এয়ারবাস এথ্রিএক্সএক্স নামে পরিচিত ছিল। পরবর্তীতে নাম বদলে এ৩৮০ করা হয়। 

airbusএ৩৮০ এর গঠন 

বিমানটির ওপরতলা বিমানের মূল কাঠামোর সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। এটি প্রস্থেও একটি বড় বিমানের সমান। এর কেবিনের আয়তন ৪৭৮ বর্গমিটার (৫,১৪৫.১ বর্গফুট)। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বোয়িং ৭৪৭ এর তুলনায় যা ৪৯% বেশি। 

এ৩৮০ বিমানটিতে তিন শ্রেণির আসন ব্যবস্থা রয়েছে। 

এ৩৮০ বিমানটির একটানা উড্ডয়ন ক্ষমতা ১৫,৪০০ কিলোমিটার (৯,৬০০ মাইল বা ৮,৩০০ নটিক্যাল মাইল)। এটি নিউ ইয়র্ক থেকে হংকং পর্যন্ত ওড়ার জন্য যথেষ্ট। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৬০ মাইল।

২০২১ সালে এয়ারবাস এ৩৮০ মডেলটি উৎপাদনের সমাপ্তি ঘটায়। 

এনএম/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর