শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো জুম ১১০: সাশ্রয়ী দামে নতুন স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

হিরো জুম ১১০: সাশ্রয়ী দামে নতুন স্কুটার

হিরোর সাশ্রয়ী দামের স্কুটার জুম ১১০ মডেল। চলতি বছরের জানুয়ারিতে স্কুটারটি বাজারে আসে। তীক্ষ্ণ ডিজাইনের সঙ্গে এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এই স্কুটার বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে।

স্টাইলিশ লুকের সঙ্গে স্কুটারের জ্বালানি দক্ষতাও বেশ ভালো। যার দরুন অনেকেই এই স্কুটার কিনতে চাইছেন।


বিজ্ঞাপন


scooterভারতে এই স্কুটারের দাম শুরু হয়েছে ৬৮ হাজার ৫৯৯ রুপি থেকে। স্কুটারের টপ ভেরিয়েন্টের অন-রোড প্রাইজ ৯১ হাজার রুপি।

এই স্কুটারে ইঞ্জিন রয়েছে ১১০.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। যা সর্বাধিক ৮.১৬ পিএস শক্তি এবং ৮.৭০ এনএম টর্ক তৈরি করতে পারে। স্কুটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ৫.২ লিটার।

স্কুটারটির দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। মিলবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। স্মার্টফোন চার্জ দেওয়ার জন্য স্কুটারে দেওয়া হয়েছে ইউএসবি চার্জিং পোর্ট।

scooterহিরো জুম স্কুটারে লাইটিংয়ের কথা যদি বলি তাহলে এটির হেডলাইট, টেল লাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প সবই এলইডি।


বিজ্ঞাপন


১৯ লিটার আন্ডার সিট স্টোরেজ রয়েছে এই স্কুটারে। এছাড়াও মিলবে আইথ্রিএস প্রযুক্তি, যা সংস্থার দাবি অনুযায়ী স্কুটারের মাইলেজ বাড়াতে সাহায্য করবে। এই স্কুটারের এআরএআই স্বীকৃত মাইলেজ ৪৫ কিলোমিটারপ্রতি লিটার জ্বালানিতে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর