হোন্ডার একসময়ের জনপ্রিয় মোটরসাইকেল ইউনিকর্ন নতুন রূপে বাজারে ফিরল। নতুন ডিজাইন ও ফিচারে মডেলটি বাজারে এসেছে। স্টাইলিশ গ্রাফিক্সের পাশাপাশি দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস।
হোন্ডার ইউনিকর্ন ভক্তরা আপডেটেড মডেল কিনতে পারবেন ফ্রেশ লুক এবং রিফাইন ইঞ্জিনে। ভারতের দূষণবিধি মেনে এই ইঞ্জিন রিফাইন করা হয়েছে। এতে যোগ করা হয়েছে ওবিডি ২।
বিজ্ঞাপন
এই বাইকের দাম আগের মডেলের থেকে একটু বাড়ানো হয়েছে। নতুন মোটরসাইকেলের দাম ভারতে ১ লাখ ৯ হাজর ৮০০ রুপি। আগের দাম ছিল ১ লাখ ৫ হাজার ৭১৮ রুপি।
হোন্ডা ইউনিকর্নের নতুন ইঞ্জিন ছাড়াও আরও একটি বড় চমক হল এবার থেকে এই বাইকে ১০ বছর ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এর মধ্যে ৩ বছর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি যা ৭ বছর বাড়ানো যাবে। তবে এই বাড়ানোর বিষয়টি সম্পূর্ণ অপশনাল।
পারফরম্যান্সের জন্য বাইকেটিতে মিলবে ১৬২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা ৭৫০০ আরপিএমে ১২.৯ হর্সপাওয়ার এ ৫৫০০ আরপিএমে ১৪ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে পাওয়া যাবে ৫ স্পিড গিয়ারবক্স। এই মোটরসাইকেলে মিলবে ১৩ লিটার ফুয়েল ট্যাংক।
যারা এবিএস ফিচার পছন্দ করেন তাদের জন্য এই বাইকে রয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। ব্রেকিংয়ের ক্ষেত্রে মিলবে ডিস্ক এবং ড্রাম ব্রেক। নতুন হোন্ডা ইউনিকর্নের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৭ মিলিমিটার কার্ব ওয়েট ১৪০ কেজি এবং ৭৯৮ মিলিমিটার সিট হাইট।
বিজ্ঞাপন
এই মুহূর্তে যতগুলো কমিউটার মোটরসাইকেল রয়েছে বাজারে তার মধ্যে অন্যতম হোন্ডা ইউনিকর্ন। ক্রেতাদের কাছে বাইকটি আকর্ষণীয় করে এটির ডিজাইন খানিক বদল করা হয়েছে। মাসকুলার ফুয়েল ট্যাংক, লং সিঙ্গেল পিস সিট এবং ব্ল্যাক।
এই বাইকে ৪টি রঙে কেনা যাবে। এগুলো হলো-পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু। ফিচার্সের ক্ষেত্রে এতে পাওয়া যাবে থ্রি-পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
এজেড

