বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম এই প্রথম টাচস্ক্রিন ডিসপ্লের ইলেকট্রিক স্কুটার আনছে। যদিও এই ইলেকট্রিক স্কুটি সম্পর্কে বিশদ তথ্য এখনও জানায়নি কেটিএম। সম্প্রতি ইউরোপে এই স্কুটার টেস্ট করতে দেখা গেছে।
সুইডেনের অটোমোটিভ নির্মাতা প্রতিষ্ঠান হুসকারভানার সঙ্গে হাত মিলিয়ে স্কুটারটি বানাচ্ছে কেটিএম। এই ইলেকট্রিক স্কুটারে মিলবে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যা সাধারণত মোটরসাইকেলে দেখা যায়।
বিজ্ঞাপন
স্কুটারের সুইং আর্ম ডিজাইন অনেকটাই কেটিএম বাইকগুলোর মতো। এই ইলেকট্রিক স্কুটারে ফিচার্স পাওয়া যাবে বড় টাচস্ক্রিন এবং টুইন হেডলাইট।
খুব সম্ভবত ৪ কিলোওয়াট ও ৮ কিলোওয়াট এই দুই ব্যাটারির সঙ্গে আসতে পারে কেটিএম ইলেকট্রিক স্কুটি। সর্বোচ্চ গতি ৪৫ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে। ইলেকট্রিক স্কুটারটি ভারতে বাজাজ অটো-র সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদন হতে পারে। তবে প্রথমে আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে তারপরই দেশে।
বিগত কয়েক বছর ইলেকট্রিক টু হুইলার ক্ষেত্রে এক সঙ্গে কাজ করছে বাজাজ এবং কেটিএম। ইতিমধ্যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে ফেলেছে বাজাজ। ভারতীয় বাজারে বেশ পরিচিত নাম বাজাজ চেতক। তারই ইলেকট্রিক ভার্সন এনেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এর একটি নতুন এডিশনও লঞ্চ হয়েছে।
চলতি বছরেই ইলেকট্রিক স্কুটারের একটি প্রোটোটাইপ গ্রাহকদের দেখাতে পারে কেটিএম।
বিজ্ঞাপন
এজেড

