শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাল, সবুজ ও হলুদ—ট্রেনের কোন সিগন্যালের কী অর্থ?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

লাল, সবুজ ও হলুদ—ট্রেনের কোন সিগন্যালের কী অর্থ?

কোনো বড় কিংবা ছোট স্টেশন দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি কমে যায়। অনেক ক্ষেত্রে আবারও বেড়েও যায়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে বড় জংশনে ট্রেন ঢোকার সময় একাধিক লাইন পার হতে হয়।  ভেবে দেখেছেন কখনও কীভাবে তা সম্ভব হয়। এর পেছনে রয়েছে বড় একটা সিস্টেম।

ট্রেনের সিগন্যালে মোট চারটে রঙের লাইট থাকে। লাল, হলুদ এবং সবুজ রঙের লাইট থাকে লাইনে। থাকে সাদা রঙয়ের লাইটও । প্রথম তিনটি রঙয়ের লাইটের কাজ সাধারণত ট্রাফিক লাইটের মতোই হয়ে থাকে। তবে রেলের ক্ষেত্রে এর মানে কিছুটা আলাদা হয়। 


বিজ্ঞাপন


train signal light bdসাদা আলোর কাজ খুবই গুরুত্বপূর্ণ তিনটি রঙয়ের আলো থেকে এটি সম্পূর্ণ আলাদা। তির্যক ভাবে এটি থাকে। সবসময়েই হলুদ রঙের আলোর সঙ্গেই এটি অন করা হয়। যে স্টেশনে একাধিক প্লাটফর্মে রয়েছে সেখানে এই লাইট অন করা হয়। 

সাদা সিগন্যাল লাইট

মূলত কোন লাইন দিয়ে স্টেশনে ট্রেন নিয়ে যেতে হবে সেটা বোঝাতে এই লাইটের ব্যবহার করা হয়ে থাকে। হলুদ লাইটের সঙ্গে এই লাইট অন করার মূল উদ্দেশ্যে হল ট্রেনটিকে ধরে ধীরে যাতে স্টেশনে নিয়ে আসা হয়। 

train signal lightসবুজ সিগন্যাল লাইট


বিজ্ঞাপন


সবুজ আলো মানে ট্রেনটি মূল লাইনে গতি না কমিয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারে। আর সেই সময়ে স্টেশনে থাকা যাত্রীদের সতর্ক করে মাইকিং করা হয়ে থাকে। একেবারে ফুল স্পিডে দূরপাল্লার ট্রেন পার করবে সেজন্যে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ারও আবেদন জানানো হয়।

লাল সিগন্যাল লাইট

লাল আলো জ্বলে থাকলে সম্পূর্ণ ভাবে ট্রেন দাঁড় করিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে প্লাটফর্ম কিংবা এমনকি খোলা জায়গাতেও সিগন্যাল রেড থাকে। সেই সময়ে ট্রেন চালককে অপেক্ষা করতে হয় সবুজ আলোর জন্যে। 

trainহলুদ সিগন্যাল লাইট 

সিগন্যালিংয়ের ক্ষেত্রে হলুদ আলো খুবই গুরুত্বপূর্ণ। এই আলোর মানে হচ্ছে ড্রাইভার যেন ট্রেন একেবারে ধীর গতিতে স্টেশনের মধ্যে দিয়ে নিয়ে যায়। কোনও ভাবেই ট্রেনের গতি যাতে না বাড়ানো হয় সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর