এইচ স্মার্ট ফিচার নিয়ে বাজারে হাজির হল হোন্ডা ডিও। এই বৈশিষ্ট্য সাধারণত গাড়িতে পাওয়া যায়। এবার এই সুবিধা পাবেন হোন্ডার ডিও মডেলের স্কু্টার চালকরা। একাধিক নতুন ফিচারের সঙ্গে এই স্কুটারটি বাজারে এনেছে হোন্ডা।
নতুন ডিও স্কুটারে ওবিডি ২ নিয়ম মেনে ইঞ্জিন ডিজাইন করা হয়েছে। ভারতে হোন্ডা ডিও স্কুটারের টপ এন্ড ভেরিয়েন্টের দাম ৭৭ হাজার ৭১২ রুপি। বেজ মডেলের দাম ৭০ হাজার ২১১ রুপি।
বিজ্ঞাপন
হন্ডা ডিও মডেলের নতুন ভার্সন বাজারে লঞ্চ হলেও স্কুটারের বিস্তারিত ফিচার্স প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে আশা করা যাচ্ছে, এই স্কুটারে অ্যাকটিভার এই স্মার্টের মতোই সুবিধা থাকবে। এটি হল একটি বিশেষ স্মার্ট কি। যা অ্যান্টি-থেফট হিসাবে কাজ করে।
স্কুটার চুরি যাওয়ার ভয় থেকে নিশ্চিন্ত থাকা যায়। এটির সুবিধা হল চাবি যদি ২ মিটারের বাইরে চলে যায় তাহলে ফিচারটি স্কুটার লক করে দেয়। চাবি কাছাকাছি এলে তবেই ফুয়েল ক্যাপ, হ্যান্ডেল এবং সিট আনলক হয়।
স্কুটার চালু করার জন্য চালককে শুধু ইগনিশন শুরু করতে হয় এবং রোটারি নবটি অন করতে হয়। এই স্কুটারে ১১০ সিসি ইঞ্জিন রয়েছে যা সর্বাধিক ৭.৬৫ ব্রেক হর্সপাওয়ার এবং ৯ এনএম টর্ক তৈরি করে। সাসপেনশন ও ব্রেকিংয়ের ক্ষেত্রে পুরনো মডেলের থেকে তেমন কিছু বদল করা হয়নি।
স্কুটারে অন্যান্য ফিচার্স রয়েছে এলইডি হেডল্যাম্প, এলইডি ডে-টাইম রানিং ল্যাম্প, সাইলেন্ট স্টার্ট সিস্টেম। স্কুটারের দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক।
বিজ্ঞাপন
হোন্ডা ডিও প্রতি লিটারে মাইলেজ দেয় ৫৫ কিলোমিটার।
অ্যাক্টিভার পাশাপাশি অন্যান্য স্কুটারে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে ডিও-তেও স্মার্ট ফিচার্স যোগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর থেকে সংস্থার আশা, আগামীদিনে স্কুটারের বিক্রির পরিসংখ্যান অনেকটাই বাড়বে। কারণ গত মাসে ৬.৭ শতাংশ বিক্রি কমেছে
বিগত কয়েক মাসে একাধিক নতুন স্কুটার ও মোটরসাইকেল লঞ্চ করেছে হন্ডা যেমন নতুন সাইন ১০০, অ্যাক্টিভা এবং এখন নতুন ডিও। তবে এই স্কুটারে মানুষের স্কুটার কতটা নজর টানতে পারে তা সময়ই বলবে।
এজেড

