শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারুতি সুজুকি অল্টো গাড়ির দাম আরও কমল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

মারুতি সুজুকি অল্টো গাড়ির দাম আরও কমল

মারুতি সুজুকির সবচেয়ে জনপ্রিয় গাড়ি অল্টোর দাম আরও কমল। ভারতে এই গাড়ি ৫৯ হাজারু রুপি ছাড়ে কেনার সুযোগ এসেছে। ভারতে এই গাড়ি বাজার মূল্য ৪ লাখ রুপি থেকে শুরু। এই গাড়ি এখন আরও কমে কেনা যাবে। 

নতুন অফারে মারুতি সুজুকি অল্টো কিনলে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাবে। 


বিজ্ঞাপন


এই গাড়িতে রয়েছে ১ লিটার পেট্রোল ইঞ্জিন। সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ৬৬ ব্রেক হর্সপাওয়ার এবং ৮৯ এনএম টর্ক তৈরি করে। গাড়ির এমিশন স্ট্যান্ডার্ড বিএস ৬ ফেজ ২।

car৫ সিটার গাড়ি অল্টো কে১০ মডেলে রয়েছে ম্যানুয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম। এছাড়াও রয়েছে রিয়ার পার্কিং সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, স্পিকার্স, রেডিও, এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

এছাড়া পাবেন ডুয়াল এয়ারব্যাগ, সিট বেল্ট ওয়ার্নিং, কি-লেস সেন্ট্রাল লকিং, চাইল্ড সেফটি লক, স্পিড সেনসিং ডোর লক এবং ওভারস্পিড ওয়ার্নিং।

সম্প্রতি অল্টো কে ১০ ওপর ভিত্তি করে আরও একটি নতুন গাড়ি লঞ্চ করেছে সংস্থা। এই গাড়িটির মডেল ট্যুর এইচ ১। এই গাড়ির ভিত্তিমূল্য ৪ লাখ ৮০ হাজার রুপি।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর