কিছুদিন ধরেই ইলেকট্রিক স্কুটার নিয়ে চলছে তর্ক-বিতর্ক। বিশেষ করে গত বছর বেশ কিছু স্কুটারে আগুন লাগার পর এটি কতটা মজবুত তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন সবাই। তাই বলে ইলেকট্রিক স্কুটার নিয়ে মানুষের কৌতূহল এখনও কমেনি।
ইলেকট্রিক স্কুটারের বাজারে একটি বড় নাম ওলা ইলেকট্রিক। এই প্রতিষ্ঠানের অন্যতম মডেল ওলা এস১ প্রো। ওলার সবচেয়ে লং রেঞ্জ স্কুটার এটি। ওলা এস১ প্রো কতটা মজবুত ও টেকসই তা পরীক্ষার এক অভিনব উপায় বের করলেন এক ইউটিউবার। পিচের রাস্তা নয়, সমুদ্রেই ইলেকট্রিক স্কুটার নামিয়ে দিয়েছেন তিনি। ইউটিউবে সেই ভিডিও আপলোডও করেন এই ব্যক্তি।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, একটাসময় পুরো স্কুটারই পানির নিচে চলে যায়। কেবল ডিসপ্লে এবং মিরর জলের উপরে থাকে। ভিডিওটি ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এই ভিডিওর মাধ্যমে ওই ইউটিউবার যে বিষয়টি সামনে আনতে চেয়েছেন স্কুটারের বিল্ড কোয়ালিটি ওলার ইলেকট্রিক স্কুটারের প্রশংসা করেন ওই চালক। ভিডিওটি এতই ভাইরাল হয় যে তা রিটুইট করেন ওলা ইলেকট্রিকের সিইও ভাবিস আগারওয়াল।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, পানি থেকে ওঠার পরও কি স্কুটার কাজ করছিল? উত্তর হলো- হ্যাঁ। ইলেকট্রিক স্কুটারটি সমুদ্রে ভাসার পরও কাজ করছিল।
এই ভিডিওতে যে ইলেকট্রিক স্কুটারটি নিয়ে পরীক্ষা করা হয়েছে তাতে ফুল চার্জে ১৮১ কিমি রেঞ্জ পাওয়া যায়। স্কুটারটির সর্বোচ্চ গতি ১১৬ কিমি প্রতি ঘণ্টা। ভারতের বাজারে এই ইলেকট্রিক স্কুটারের দাম ১.৩৯ লাখ রুপি।
বিজ্ঞাপন
এনএম

