শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

হিরো গ্ল্যামার এক্সটেক মোটরসাইকেল আসছে আপডেট ভার্সনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

হিরো গ্ল্যামার এক্সটেক মোটরসাইকেল আসছে আপডেট ভার্সনে

হিরো গ্ল্যামার এক্সটেক মডেলের মোটরসাইকেলের আপডেট ভার্সন আসছে। এই ভার্সনে ডিস্ক ব্রেক, জিপিএস ট্রেকিং ফিচার থাকছে। এছাড়াও এর ইঞ্জিন হবে অনেকেটাই রিফাইন। 

আরও পড়ুন: সস্তায় নতুন স্কুটার আনল ভেসপা


বিজ্ঞাপন


হিরো গ্ল্যামার জনপ্রিয় মডেল। এই বাইকের দাম হাতের নাগালে। পারফরমেন্সেও ভালো। আশা করা যায় এই আপডেট এই বাইককে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে।

HEROহিরো গ্ল্যামার বাইকের অন্যান্য আপডেটের মধ্যে একটি হলো জিপিএস ট্র্যাকার। মনে করা হচ্ছে এই বাইকে এবিএস সিস্টেম এবং ডিস্ক ব্রেক থাকবে। এই বাইকের ডিজিটাল ডিসপ্লেতে আরো বেশি স্টোরেজ স্পেস দেওয়া হতে পারে। 

আরও পড়ুন: বাজারের সেরা ৫ মোটরসাইকেল

নতুন ইঞ্জিনটি ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত মাইলেজ অফার করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন বাইকে কিক স্টার্ট এবং বৈদ্যুতিক সেলফ স্টার্ট থাকতে চলেছে। যদিও এখন কিক স্টার্ট খুব একটা বেশি ব্যবহার করা হয় না। 


বিজ্ঞাপন


heroএই বাইকটি ভারতে ইমিশন বিএস ফোর ফেজ ২ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। 

আপগ্রেড করা উপাদান এবং ইঞ্জিনের ফলে জ্বালানি দক্ষতা কিছুটা হলেও বাড়বে এই বাইকের। এই বাইকে আপনারা আরো আরামদায়ক রাইড পাবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর