শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

পেট্রোলের বদলে ব্যাটারিতে চলবে হিরো স্প্লেন্ডর

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩, ১১:১৭ এএম

শেয়ার করুন:

পেট্রোলের বদলে ব্যাটারিতে চলবে হিরো স্প্লেন্ডর

হিরো মটোকর্পের জনপ্রিয় মোটরসাইকেল স্প্লেন্ডর। এবার এই বাইকটি আসছে ইলেকট্রিক ভার্সনে। এতে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী ব্যাটারি। যা একবার চার্জ দিলে টানা ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর চার্জিং খরচও কম। 

hero splendorহিরো কোম্পানি আসলে ইলেকট্রিক স্কুটি ও বাইকের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে। এই পরিবেশ দূষণের যুগে সবাই ইলেকট্রিক যানবাহন ব্যবহার করার চেষ্টা করছে। তাই ভারতের বৃহত্তম টু-হুইলার কোম্পানি, সম্প্রতি ঘোষণা করেছে যে এটি শিগগিরই বাজারে ভিডা ব্র্যান্ডের অধীনে তাদের প্রথম বৈদ্যুতিক যানবাহন চালু করবে।


বিজ্ঞাপন


hero splendor electricএই বাইকের বৈদ্যুতিক সংস্করণটি চালু করার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য শেয়ার করা হয়নি। 

hero electric splendorধারণা করা হচ্ছে হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার দেখতে অনেকটাই স্প্লেন্ডরের মতোই হবে। শুধু ইঞ্জিনের জায়গায় থাকবে ব্যাটারি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর