শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাড়িতে বাম্পার লাগানো কি জরুরি?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৩, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

গাড়িতে বাম্পার লাগানো কি জরুরি?

বেশিরভাগ গাড়িতেই আলাদা করে বাম্পার লাগানো হয়। বাম্পার হয় বিভিন্ন ধরনের। বর্তমানে অধিকাংশ গাড়িতে নানা ধরনের বাম্পার ব্যবহার করা হয়। এই বাম্পার মজবুত রাখতে নির্মাতা সংস্থাগুলোর পক্ষ থেকেও অনেক কাজ করা হচ্ছে। অনেকেই জানেন না এর সঙ্গে যুক্ত থাকে বিশেষ কিছু গ্যাজেট যা আপনার গাড়ির পাশাপাশি পথচারীদের সুরক্ষাও বজায় রাখে।

এই বাম্পার আপনার গাড়ির পাশাপাশি রেডিয়েটর, গ্রিল এবং লাইটকেও রক্ষা করে। এই প্লাস্টিকের মতো দেখতে বস্তু যে কত কাজে আসতে পারে সেই ব্যাপারে ৯৯ শতাংশ মানুষই জানেন না।


বিজ্ঞাপন


শক অ্যাবসর্ভার

সংঘর্ষের সময় গাড়ির শক অ্যাবসর্ভার হিসাবে কাজ করে এই বাম্পার। এর ভিতরে থাকে ঘন ফেনা আকারের পদার্থ যা দুর্ঘটনার সময় আসা কম্পন ৪০ শতাংশ কমিয়ে দেয়। গাড়ির রেডিয়েটর থেকে ইঞ্জিন এবং অন্যান্য অংশ নিরাপদ রাখে বাম্পার।

bumperদুর্ঘটনা থেকে বাঁচায়

একটু নজর দিলে দেখবেন বাম্পারে কোনো কোণ নেই। বাম্পারের আকার গোলাকৃতি রাখার কারণ হল পাশ থেকে ধাক্কা লাগলে বা কিছুর সঙ্গে গাড়িটি আটকে গেলে পিছলে যেতে পারে। সরাসরি সংঘর্ষ হলে কোনো ক্ষতি হয় না।


বিজ্ঞাপন


বাতাসের চাপ কমে

গাড়ির বাম্পার ডিজাইন করা হয় এরোডায়নামিক আকৃতিতে। যাতে যে বাতাস গাড়িতে ধাক্কা মারে তা ভেতর থেকে বেরিয়ে যায় অথবা গাড়ির উপর থেকে বেরিয়ে আসে যার ফলে গাড়িতে বাতাসের চাপ কম থাকে। আর গাড়িতে বাতাসের চাপ কম থাকলে মাইলেজও বাড়তে শুরু করে। কারণ গাড়ির ইঞ্জিনে অত্যধিক চাপ পরে না।

bumper নিরাপত্তা

গাড়ির বাম্পারকে অনেকেই অবহেলা করলেও এই বস্তুটি চালক ও যাত্রীদের প্রাণ নিরাপদ রাখে। রাস্তায় কোনো যানবাহন বা পথচারীর সঙ্গে ধাক্কা লাগলে তাদের রক্ষার জন্য কাজ করে বাম্পার। যেহেতু এই বাম্পার একটু নমনীয় প্রকৃতির হয় তাই এটি গদি বা স্প্রিং হিসাবে কাজ করে। ধাক্কা লাগলে অন্য যানবাহনটিকে দুরে সরিয়ে রাখে। পাশাপাশি বেশি শক্ত না হওয়ায় হালকা সংঘর্ষের সময় পথচারী কম আঘাত পায়।

গাড়ির বাম্পার কোথায় থাকে?

গাড়ির সামনে অথবা পিছনে দেখা যায় এই বাম্পার। গাড়ির অভ্যন্তরীণ সুবিধার পাশাপাশি সামগ্রিক যেকোনো চার চাকাকে স্টাইলিশ লুক দেয় এই বাম্পার। তাই যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন তারা অবশ্যই গাড়ির বাম্পার চেক করে নেবেন। কারণ অনেকেই বস্তুটি এড়িয়ে চললেও এর কার্যকারীতা অনেক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর