শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

টাটা হ্যারিয়ার গাড়ির সামনের অংশ গলে গেছে রোদে!

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

টাটা হ্যারিয়ার গাড়ির সামনের অংশ গলে গেছে রোদে!

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা। এই তাপমাত্রা যে শুধু মানুষের জীবনে প্রভাব ফেলছে তেমনটি নয়, গাড়ির উপরেও ব্যাপক ভাবে প্রভাব ফেলছে। প্রচণ্ড রোদ একটি গাড়ির কতটা ক্ষতি করতে পারে, সেই প্রমাণ মিলেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হওয়া একটি ছবিতে। সেখানে দেখা যায়, একটি টাটা হ্যারিয়ার গাড়ির সামনের অংশ তীব্র রোদে গলে গেছে।

গত ১২ এপ্রিল বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটে। এরপর ১৮ এপ্রিল এনিয়ে টুইট করেন গাড়ির মালিক সৌরভ নাহাতা।


বিজ্ঞাপন


tata-harrier-burntটুইটে তিনি দাবি করেন, ১২ এপ্রিল বেঙ্গালুরুতে তার গাড়িটি পার্ক করা ছিল। সেখান গাড়িটি সূর্যের তাপে ১০ ঘণ্টা ছিল। এরপর গাড়ির অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে তিনি এই টুইট করেন এবং একইসঙ্গে টাটা মটরসকে ট্যাগ করে ক্ষতিপূরণ দাবি করেন।

টুইটে দেখা যায়, টাটা হ্যারিয়ার গাড়ির সামনের বাম্পার এবং গ্রিল প্রচণ্ড তাপের কারণে গলে গিয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়।

টুইটের উত্তরে অবশ্য টাটা মটরস দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধানের জন্য ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের জন্য ফোন নাম্বার, ইমেইল এবং ডিলারের বিস্তারিত চেয়েছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর