শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কম দামের এসব বাইকে বেশি মাইলেজ পাওয়া যায়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

কম দামের এসব বাইকে বেশি মাইলেজ পাওয়া যায়

কম দামে জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল খোঁজেন সবাই। এই তালিকায় আছে হিরো, বাজাজ, টিভিএস এবং হোন্ডার কয়েকটি মডেল। যেগুলোর দাম যেমন কম, তেমনি মাইলেজও ভালো। 

বাজাজ প্ল্যাটিনা ১০০


বিজ্ঞাপন


এই বাইকে মিলবে পিলিওন গ্র্যাবরেইল, পিলিওন ব্যাকরেস্ট, পিলিওন সিট এবং পিলিওন ফুটরেস্ট। বাজাজ প্ল্যাটিনার সিট হাইট ৮০৭ মিলিমিটার। ওজনেও হালকা মোটরসাইকেলটি। দীর্ঘ ভ্রমণ হোক অথবা স্বল্প দুরত্ব যে কোনও যাতায়াতে আরামদায়ক রাইডিং পাওয়া যায় এই বাইকে। 

বাজাজ প্ল্যাটিনাতে ইঞ্জিন রয়েছে ১০২ সিসি বিএস৬ সিঙ্গেল সিলিন্ডার।

বাজাজ সিটি ১২৫এক্স

বাজাজের আরও একটি হাই মাইলেজ বাইক সিটি ১২৫ এক্স মডেল। এই মোটরসাইকেলের সিট হাইট ৮১০  মিলিমিটার। পিলিওন ব্যাকরেস্ট না থাকলেও এই বাইকে রয়েছে পিলিওন গ্র্যাবরেইল, পিলিওন সিট এবং পিলিওন ফুটরেস্ট।


বিজ্ঞাপন


১২৪ সিসির এই বাইকটি ড্রাম ব্রেকের সঙ্গে ডিস্ক ব্রেকেও পাওয়া যায়।

tvs radeonটিভিএস রেডিয়ন

বেস্ট কমফোর্ট এবং মাইলেজ দুই ক্ষেত্রেই প্ল্যাটিনা-কে যদি কেউ টেক্কা দিতে পারে সেটি হল টিভিএস রেডিওন। মোটরসাইকেলে রয়েছে আরামদায়ক পিলিওন সিট এবং পিলিওন ফুটরেস্ট। কিক এবং ইলেকট্রিক দুই ভাবেই স্টার্ট করা যায় এই বাইক। 

টিভিএস রেডিওন বাইকের হাইট ১০৮০ মিলিমিটার। এই বাইকে রয়েছে ১০৯.৭ সিসি বিএস৬ ইঞ্জিন। 

হোন্ডা সিডি ১১০ ড্রিম ডিলাক্স

হোন্ডার দুর্দান্ত মোটরবাইক সিডি ১১০ ড্রিম ডিলাক্স। কমিউটার মোটরসাইকেলের বাজারে দারুণ জনপ্রিয়। এতে রয়েছে ১০৯ সিসির ইঞ্জিন। চালকের আরামের জন্য বাইকে পাবেন পিলিওন ব্যাকরেস্ট, পিলিওন সিট ও পিলিওন ফুটরেস্ট। 

বাইকের সিট হাইট ৭৯০ মিলিমিটার। এই বাইকটি দুইটি ভেরিয়েন্টে বিক্রি হয় স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স।

bajajহিরো সুপার স্প্লেন্ডর

মাইলেজের দুনিয়ায় এই বাইক সবচেয়ে বেশি জনপ্রিয়। কম তেলেও দীর্ঘ পথ যাতায়াত করা যায় এই বাইকে। শুধু মাইলেজ নয় এই বাইকে ভালো কমফোর্টও রয়েছে। সস্তার কমিউটার বাইকগুলোর মধ্যে হিরো সুপার স্প্লেন্ডরেও পাবেন দারুণ কমফোর্ট। এতে রয়েছে পিলিওন গ্র্যাবরেইল, পিলিওন সিট এবং পিলিওন ফুটরেস্ট। 

হিরো সুপার স্প্লেন্ডর বাইকের সিট হাইট ৭৯৯ মিলিমিটার। বাজারে এই বাইকের ড্রাম ও ডিস্ক দুই ভেরিয়েন্টই বিক্রি হয়। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর