বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

হোন্ডা এসপি ১২৫ মডেল এলো ভার্সনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৩, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

হোন্ডা এসপি ১২৫ মডেল এলো ভার্সনে

জাপানের টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা এসপি ১২৫ মডেলের নতুন ভার্সন আনল। নতুন ভার্সনে আগের থেকে বাইকের ইঞ্জিন পারফরম্যান্সে আরও উন্নতি হয়েছে বলে দাবি করছে হোন্ডা। 

ভারতের নতুন নিয়ম ওবিডি ফেজ ২ মেনে এই বাইকের নবজন্ম দিয়েছে হোন্ডা।


বিজ্ঞাপন


২০২৩ ভার্সনের হোন্ডা এসপি ১২৫ মডেলের দাম ৮৫ হাজার ১৩১ ‍রুপি। বেশ কয়েকটি রঙে মোটরসাইকেলটি কেনা যাবে। 

অন্ধকার রাস্তায় নিরাপদে মোটরসাইকেলে চালানোর জন্য এতে দেওয়া হয়েছে এলইডি ডিসি হেডল্যাম্প। মিলবে ৫ স্পোক অ্যালয় হুইল এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল যেখানে বাইকের রিয়েল টাইম ইকোনমি, অ্যাভারেজ ফুয়েল ইকনমি, ডিস্টেন্স তো এম্পটি ইত্যাদি তথ্য দেখা যাবে। এগুলি ছাড়াও বাইকের তেল খরচ কমানোর জন্য এতে পাওয়া যাবে স্টার্ট স্টপ সুইচ সিস্টেম।

hondaএই মোটরসাইকেলে রয়েছে বিএস৬ ওবিডি ফেজ ২ ১২৫ সিসির ইঞ্জিন। যা এনহ্যান্সড স্মার্ট পাওয়ার যুক্ত। এই ইঞ্জিন সর্বোচ্চ ১০.৭২ হর্সপাওয়ার এবং ১০.৯ এনএম টর্ক উত্পন্ন করে। এর সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ারবক্স।

বাইকের ইঞ্জিন যতই মজবুত হোক না কেন। মোটরসাইকেলে কেমন নিয়ন্ত্রণ পাওয়া যাবে তা সম্পূর্ণ নির্ভর করে ব্রেকিং ডিউটি এবং সাসপেনশনের উপর। হন্ডা এসপি ১২৫ বাইকের সামনে রয়েছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে রয়েছে ডুয়াল শক অ্যাবসর্বার।


বিজ্ঞাপন


ব্রেকিংয়ের জন্য বাইকে থাকছে মাউন্টেড ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর