শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাড়ির এসি থেকে দ্রুত ঠান্ডা বাতাস পাওয়ার উপায়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

গাড়ির এসি থেকে দ্রুত ঠান্ডা বাতাস পাওয়ার উপায়

গাড়ির এসি অন করলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস মেলে না। এমন অভিযোগ অনেকেই করেন। এ ক্ষেত্রে একটি টিপস মেনে চলতে পারেন। যা অনুসরণ করলে দ্রুত ঠান্ডা বাতাস পাবেন।

এসি নিয়ন্ত্রণ করে দুইটি বাটন


বিজ্ঞাপন


আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন এসি সেটিংসয়ে দুইটি বাটন থাকে। একটি অ্যারো বাটন যা গাড়ির ভিতরের দিকে নির্দেশ করে এবং আরেকটি গোল বাটন। এই দুটি বাটনের মাধ্যমেই তৎক্ষণাৎ গাড়ি ঠান্ডা করা যায়।

car acএই দুইটি বাটনের কাজ কী?

যেই অ্যারোটি গাড়ির ভিতরে নির্দেশ করে সেই বাটনটি চাপলে বাইরের বাতাস গাড়ির ভিতরে প্রবেশ করে। সহজ ভাষায় বললে, গাড়ির ভেতরের বাতাস বাইরে চলে যায় এবং বাইরের বাতাস ভেতরে চলে আসে। অপরদিকে, দ্বিতীয় অ্যারো অর্থাৎ গোল বাটনটি চাপলে গাড়ির বাতাস বাইরে যেতে পারে না এবং বাইরের বাতাস ভিতরে আসে না।

আপনি যা করবেন


বিজ্ঞাপন


গরম কাঠফাটা রোদে গাড়িতে এসি অন করার কথা ভাবলে অবশ্যই অ্যারো বাটনটি চাপুন । এর ফলে গাড়ির ভিতর যত গরম বাতাস আছে তা বাইরে বেরিয়ে যাবে এবং গাড়ির ভিতর থাকা বাতাস ঠান্ডা করে তুলবে এয়ার কন্ডিশনিং সিস্টেম।

গাড়িতে এই সময় শুধু ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। এই কাজের ফলে শুধু গাড়ি ঠান্ডা হবে না, গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেমর উপরও বেশি চাপ পড়বেনা এবং মাইলেজও ভালো পাওয়া যাবে।

acএসি পরিষ্কার রাখুন

গরমকালে ভালো এয়ার কন্ডিশনিং পেতে গাড়ির এসি ভেন্ট পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। যেহেতু ভেন্টটি ড্যাশবোর্ডের নিচে থাকে তাই গাড়ি পরিষ্কার না করলে ধুলো বালি জমে যেতে পারে। কারণ এই সময় এসি ফিল্টারে ময়লা ভরে যায়।

ফিল্টার পরিষ্কার রাখার অর্থ শুধু গাড়ি চকচকে দেখানো নয়। এর ফলে গাড়ির এয়ার কন্ডিশনিং এবং হিটিং সিস্টেম ভালো ভাবে কাজ করে। তাই গাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর